শিক্ষক মধুসূদন সিংহ হলেন গাইঘাটার নতুন শিক্ষা কর্মাধ্যক্ষ
নীরেশ ভৌমিক : গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সভায় গঠিত হয় গাইঘাটা পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি। এদিনই সমিতির নব মনোনীত ৯ জন কর্মাধ্যক্ষ আগামী পাঁচ বছরের জন্য তাঁদের দায়িত্বভার বুঝে নেন। শিক্ষা কর্মাধ্যক্ষ পদে মনোনীত হন স্থানীয় মন্ডলপাড়া হাই স্কুলের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক মধুসূদন সিংহ।
মধু স্যার শিক্ষা ক্রীড়া ও স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মনোনীত হওয়ায় অতিশয় খুশি ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। পঞ্চায়েত সমিতির সভানেত্রী ইলা বাগচি মধুসূদন স্যারের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। শ্রীমতি বাগচি মধুবাবু সহ অন্যান্য কর্মাধ্যক্ষগণকে তাদের বসার ঘরে নিয়ে যান এবং সকলকে তাঁদের জন্য নির্ধারিত আসনে বসতে বলেন। মধুবাবু এদিন উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান।
স্থানীয় ডুমা অঞ্চলের ডেওপুল অধর মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপ দেবনাথ মধু বাবুর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে অভিনন্দন জানান। এরপর মধুবাবু তার দফতরের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সদস্যকে নিয়ে গাইঘাটা পূর্ব চক্রের বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে ব্লকের বিদ্যালয় গুলি সহপঠন পাঠনের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
সেই সঙ্গে ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমূহ দূরীকরণে অগ্রণী ভূমিকা গ্রহণের কথাও বলেন। শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন বাবু জানান, তিনি খুব শীঘ্রই গাইঘাটা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের সাথে সাক্ষাৎ করবেন এবং ব্লকের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনে যাবেন। পড়াশুনার পাশাপাশি ব্লকের ছাত্র যুবদের খেলাধুলার মান উন্নয়নে যথাযথ পদক্ষেপ করবেন নব মনোনীত মধুসূদন স্যার আরোও জানালেন।