গ্রামের খবর

শিক্ষা সম্প্রসারে নিবেদিত প্রাণ, প্রকৃত কর্মযোগী বাগদা পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মিলন কান্তি পাল

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বৃষ্টির সময়ে সব পাখিরাই একটা নিরাপদ আশ্রয় খুঁজে নেয়, আর ঠিক ওই সময়ে ঈগল পাখি কিন্তু মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকেই এড়িয়ে যায়। হ্যাঁ আজকে এমনই এক ব্যক্তিকে নিয়ে পারফেক্ট টাইম নিউজ পোর্টালের প্রতিবেদন যিনি ব্যক্তিত্বে মোটেও সাধারণ নন, নিঃসন্দেহ ব্যতিক্রমী।

নিয়ন্ত্রিত করোনা। তাই রাজ্য শিক্ষা দপ্তরের ঘোষনা অনুযায়ী ১৬ই নভেম্বর খুলছে সকল স্কুল কলেজ। স্কুল খোলার ব্যাপারে কাদের প্রস্তুতি কেমন ? সেটা স্বচক্ষে দেখতে সরকারী ছুটির দিনেও ছুটি উপভোগ না করে বাগদা ব্লকের প্রত্যন্ত এলাকা ঘুরে একাধিক হাই স্কুল পরিদর্শন করার জন্য সম্বর্ধিত হলেন বাগদা ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক বাবু মিলন কান্তি পাল।

আজ রবিবার পরিদর্শন করতে বাগদা ব্লকের অন্যতম বিদ্যাপীঠ ভবানীপুর পল্লী মঙ্গল বিদ্যাপীঠ (উঃমাঃ)-এ আসলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, সাংস্কৃতিক মনা শিক্ষক অনুপ বিশ্বাস সহ অন্যান্য শিক্ষকবৃন্দ মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মিলন কান্তি পাল মহাশয়কে তার কর্তব্যনিষ্ঠা ও নিরলস একাগ্রতার জন্য “প্রকৃত কর্মযোগী” উপাধিতে ভূষিত করে এক মানপত্র প্রদানের মাধ্যমে সন্মানিত করলেন।

জানা গেছে, কাজ পাগল অবর বিদ্যালয় পরিদর্শক মিলন বাবু বিগত দিনের কাজ ফেলে না রাখার জন্য অনেক সরকারী ছুটির দিনেও অফিস করেন এমর্মে ইতিপূর্বে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে। এদিনও তিনি সরকারী ছুটির দিনে ব্লকের বিস্তীর্ন এলাকা ঘুরে ঘুরে হেলেঞ্চা গার্লস হাইস্কুল, বেয়াড়া হাইস্কুল ও কনিয়ারা হাইস্কুল পরিদর্শন শেষে ভবানীপুর পল্লী মঙ্গল বিদ্যাপীঠে এসে এই বিরল সম্মান পেয়ে মিলন বাবুর যুখোল আঁখির নিঃশব্দ অশ্রু ধারা যেন স্বপ্নাহত করলো ধূসর-সময়ের আয়নায়কে।

এই ঘটনার বিহ্বল সাক্ষী হয়ে রইলো ভবানীপুর পল্লী মঙ্গল বিদ্যাপীঠ। বাগদা ব্লকের সকল গুণমুগ্ধ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন শিক্ষা সম্প্রসারে নিবেদিত প্রাণ এবং প্রকৃত কর্মযোগী বাগদা পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শ্রী মিলন কান্তি পালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *