শুরু হল তাকন্ডো প্রশিক্ষন বাগদা এফপি স্কুলে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার উৎস সাহা : বাগদা, বিশেষ করে মেয়েদের সেল্ফ ডিফেন্সের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বাগদা এফপি স্কুলে শুরু হল তাকন্ডো প্রশিক্ষন।
বাগদা ব্লকের সর্বাধিক পুরস্কার যে সংগঠনের ঝুলিতে সেই স্বনামধন্য তাকন্ডো প্রশিক্ষন কেন্দ্র এটিএস একাডেমির কোচ জহিরুল ইসলাম বিশ্বাসের তত্ত্বধানে কুলিয়া, হেলেঞ্চা,সহ বিভিন্ন স্থানে প্রশিক্ষনের পর সম্প্রতি বাগদা এফপি স্কুলে শুরু হল তাকন্ডো প্রশিক্ষন।