রাজ্য

সবুজ ঝড়ে তছনছ বনগাঁ পৌরসভা ২২শে ১৯ পেল তৃনমুল কংগ্রেস

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বনগাঁ পৌরসভার ২২টা ওয়ার্ডের ভেতর ১৯টা পেল তৃনমুল কংগ্রেস, নির্দল ১টা, বিজেপি ১টা ও কংগ্রেস পেল ১টা। এবার সবুজ ঝড়ে তছনছ বনগাঁ পৌরসভা। জানা গেছে, ১নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দীপালি বিশ্বাস ৬২০ ভোটে, ২নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শিখা ঘোষ ১০৪৪ ভোটে,৩নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গোপাল শেঠ ৮৪৯ ভোটে, 

৪নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর জ্যোৎস্না আঢ্য ১৩৭০ ভোটে, ৫ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দিলীপ মজুমদার ২৬১ভোটে, ৬নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রসেনজিৎ বিশ্বাস ১২৪০ ভোটে, ৭নং ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর দেবদাস মন্ডল ১০৩১ ভোটে, ৮নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বন্দনা মুন্সি ৩১৪ ভোটে,৯নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বন্দনা দাস ২৯৯২ ভোটে,১০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কৃষ্ণা রায় ১৫৮২ ভোটে,১১নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর শম্পা মোহন্ত ১৯১২ ভোটে,

১২নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর টুম্পা রায় ২৫৮৮ ভোটে,১৩নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মৌসুমী চক্রবর্তী ১৬২৫ ভোটে,১৪নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দিলীপ দাস ৪২৯ ভোটে,১৫নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অমিতাভ দাস ১৭২৮ ভোটে,১৬নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর  অভিজিৎ কাপুরিয়া ৯৬৫ ভোটে,


১৭নং ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর ৬৯৪ ঋতুপর্ণা আঢ্য ৬৯৪ ভোটে,১৮নং ওয়ার্ডের নির্দলের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস ৩৪৫ ভোটে,১৯ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শর্মিলা দাস ৬৫৪ ভোটে,২০নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নারায়ণ ঘোষ ২৩৮৮ ভোটে,২১নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুরজিৎ দাস ১৬৩২ ভোটে,২২নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ১০১৬ সুকুমার রায় ১০১৬ ভোটে বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *