জেলার খবর

বিশ্ব নাট্য দিবস উদযাপন গোবরডাঙা নাবিক নাট্যমের

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ২৭শে মার্চ গোবরডাঙা নাবিক নাট্যমের নিজ মহলা ক‌‌ক্ষে মহা সাড়ম্বরে পালিত হলো বিশ্ব নাট্য দিবস। প্রায় ৩০জন কচিকাচা এবং দলের সকল সদস্য ও সদস্যা দের নিয়ে তারা আজকের এই দিনটি উদযাপন করলেন।

নাটক, গান,নাচ, আবৃত্তি ও বিভিন্ন অনুষ্ঠানে ভরপুর ছিলো তাদের এই বিশ্ব নাট্য দিবসের দিনটি। অনুষ্ঠানের শুভ সূচনা হয় সৌরজতি অধিকারীর গানের মাধ্যমে সংগতে ছিলেন প্রদীপ কুমার সাহা। এরপর দলের সভাপতি মাননীয় জীবন অধিকারী মহাশয় এই দিনের গুরুত্ব নিয়ে

আলোচনা করেন, অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে শিশুকিশোর নাট্য কর্মশালা বিভাগের ছাত্র ছাত্রীরা তাদের এই বছরের নতুন প্রযোজনা তিনুর কিসসা নাটক টি পরিবেশন করে। এরপর দেবাদৃতা ঘোষ এবং রাখি বিশ্বাস দুটি সুন্দর নাচ পরিবেশন করে।

শিশুকিশোর কর্মশালার কচিকাচারা গান, আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে থাকেন সঞ্চালক অবিন দত্ত। বিশ্ব নাট্য দিবসের এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো। দলের সম্পাদক মাননীয় অনিল কুমার মুখার্জি বলেন আজকের দিনটার জন্য তিনি গর্বিত ।

সব শেষে প্রদীপ কুমার সাহা, শ্রাবণী সাহা, সুপর্ণা সধুখাঁ, অশোক বিশ্বাস, সুব্রত কর্মকার, অবিন দত্ত, এবং দলের সমস্ত কুশীলবের সমবেত কন্ঠে পরিবেশিত হয় নাটকের গান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *