সাড়ম্বরে অনুষ্ঠিত গণ দর্পণ এর বার্ষিক নাট্যোৎসব ও গ্রন্থমেলা

সংবাদদাতা : গত ২৭ ফেব্রুয়ারি সকালে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ৪ দিন ব্যাপী আয়োজিত গণদর্পণ নাট্যোৎসব ও বইমেলা। চৌগাছা মডেল একাডেমী স্কুল অঙ্গনে আয়োজিত দ্বিতীয় বার্ষিক উৎসবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংকন, আবৃত্তি, সংগীত, নৃত্য ছড়ার গান, লোকসংগীত এবং আকর্ষণীয় বসে লেখো ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগী’গণকে পুরস্কার স্বরূপ রুপোর ফলক প্রদান করা হয়। গুণীজন সংবর্ধনায় উদ্যোক্তারা শিক্ষক তপন বৈদ্য, দীপক মিত্র, অসীম রায়, কৃষ্ণেন্দু পালিত এবং শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিকে পুষ্পস্তবক উত্তরীয় এবং স্মারক উপহারের বিশেষ সম্মাননা জ্ঞাপন করেন।

অন্যতম সংগঠক মিলন কর্মকার জানান, উৎসবের সূচনায় অনুষ্ঠিত এদিনের চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এলাকার বহু মানুষ বিনামূল্যে চোখ ও স্বাস্থ্য পরীক্ষা করান। সন্ধ্যায় আয়োজিত নাট্য উৎসবের সূচনায় গণদর্পণ নাট্য সংস্থা পরিবেশিত সকলের ভালোলাগার নাটক ‘মুক্তির উপায়’ সমবেত দর্শক মন্ডলীর প্রশংসা লাভ করে।

এদিন চাঁদপাড়ার সুরবানী পরিবেশিত মঞ্চ সকল নাটক ‘মাঝি’ ও অমিতাংশু সাহার সঙ্গীতানুষ্ঠান শ্রোতাদের মুগ্ধ করে। উৎসবের বিভিন্ন দিনে অনুষ্ঠিত অন্যান্য নাটক গুলির মধ্যে ছিল চাঁদপাড়ার আক্টো পরিবেশিত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী নির্দেশিত তেভাগা আন্দোলনের উপর মনোজ মিত্র প্রণীত নাটক ‘পাঁকে-বিপাকে’।

গোবরডাঙ্গা নকশা পরিবেশিত ‘হুলো’ এবং ডুমা কিশলয় নাট্য সংস্থা পরিবেশিত মজার নাটক ‘কানকাটা মাসি’ এবং শেষ দিনে আয়োজক সংস্থা গণদর্পণ মঞ্চস্থ করে অয়ন সিংহ নির্দেশিত নাটক ‘আগন্তুক’। উৎসবের দ্বিতীয় দিন আসক্ত বাংলা ব্যান্ড এবং তৃতীয় দিনে সুপার সিঙ্গার চ্যাম্পিয়ন

পার্থ দত্ত’র সঙ্গীতানুষ্ঠান এবং শেষ দিনে স্টার জলসা খ্যাত প্রদীপ মন্ডলের মনোজ্ঞ সংগীতানুষ্ঠান মাঠভর্তি দর্শক ও শ্রোতাদের মনোরঞ্জন করে।অনুষ্ঠানের শেষ দিন তরুণ কবি রাজু সরকারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কবি সম্মেলনের বিভিন্ন এলাকা থেকে বিশিষ্ট কবি সাহিত্যিক’গণের উপস্থিতি ও অংশগ্রহণ উৎসবের শ্রী বৃদ্ধি করে।

অনুষ্ঠান অঙ্গনের গ্রন্থ মেলায় ছাত্র-ছাত্রীসহ এলাকার পুস্তক প্রেমী মানুষজনের উপস্থিতি ছিল যথেষ্ট। সবকিছু মিলিয়ে বৈকারা গণদর্পণ আয়োজিত বার্ষিক উৎসব ২০২৫ এলাকায় বেশ সাড়া ফেলে।








