সাড়ম্বরে অনুষ্ঠিত চাঁদপাড়ার সুরবাণী উৎসব-২০২৫

নীরেশ ভৌমিক : গত ২৩ মার্চ সকালে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও দেবী সরস্বতীর বন্দনার মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হয় সুরবাণী উৎসব ২০২৫। চাঁদপাড়া প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের অস্থায়ী সুসজ্জিত মঞ্চে সমবেত উদ্বোধনী সংগীত এবং সন্ধ্যায় আলাপ আবৃত্তি চর্চা কেন্দ্রের কবিতা আবৃত্তি

এবং নুপুর নৃত্যকলা কেন্দ্রের নৃত্যানুষ্ঠান শেষে সুরবাণী থিয়েটার প্রযোজিত মজার নাটক ‘জমালয়ে জীবন্ত গোপাল’ এবং চাঁদপাড়ার সিএসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিবেশিত নৃত্যনাট্য ‘১২ মাসে ১৩ পার্বণ’ সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর মনোরঞ্জন করে।

উৎসব উপলক্ষে মাঠে মেলাও বসে। দ্বিতীয় দিন সকালে সংস্থার সদস্য ও এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষজনের এক বর্ণময় শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে। উৎসব অঙ্গনে অনুষ্ঠিত এদিনের বসে আঁকো প্রতিযোগিতায় বহু শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সন্ধ্যায় সুরবাণী মিউজিকের সংগীত শিল্পীদের সংগীতানুষ্ঠান ও কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্যশিল্পী’গণ পরিবেশিত রায়বেশে নৃত্য উপস্থিত সকলকে মুগ্ধ করে।

রাতে চাঁদপাড়া অক্টো পরিবেশিত মঞ্চ সফল নাটক ‘ছাচ ভাঙার গান’ ও আয়োজক সুরবাণী থিয়েটার প্রযোজিত সকলের ভাললাগার নাটক ‘মাঝি’ সমবেত দর্শক মন্ডলীর প্রশংসা লাভ করে। উৎসবের শেষ দিনের মধ্যাহ্নে ঠাকুরনগর সন্ধ্যা কুমুদ কালচারাল একাডেমীর শিল্পীদের মনোজ্ঞ

সংগীতানুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। সন্ধ্যায় গোবরডাঙ্গা পরম্পরা সংগীত ও আবৃত্তির অনুষ্ঠান শেষে সুরবাণী নিকেতনের শিল্পী’গণ পরিবেশিত লাইভ নৃত্যনাট্য ‘বাল্মিকী কথা’ ও স্থানীয় অঙ্গহার ডান্স একাডেমীর শিল্পীদের নৃত্যানুষ্ঠান শেষে প্রখ্যাত সঙ্গীত শিল্পী

পৌষালী ব্যানার্জীর সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাগুন মাসের উৎসবে মেতে ওঠেন সমবেত সকল দর্শক সাধারণ। উৎসব উপলক্ষে শিশুদের নতুন আধার কার্ড তৈরি ও সংশোধন এর শিবির এলাকাবাসীর প্রশংসা লাভ করে।

সংস্থার সদস্য অসীম মজুমদার ও রিমা ঘোষের সুচারু সঞ্চালনায় পরিবেশিত নানা অনুষ্ঠান এবং সংস্কৃতি প্রেমী অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সুরবাণী আয়োজিত ১০ম বর্ষের সুরবাণী উৎসব এলাকায় বেশ সাড়া ফেলে।








