সাড়ম্বরে শুরু হল ঠাকুরনগর থিয়েট্রিক্সের বঙ্গ রঙ্গ উৎসব

সমর বিশ্বাস: ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঠাকুরনগর খেলার মাঠের অস্থায়ী সুসজ্জিত মঞ্চে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে ঠাকুরনগর থিয়েট্রিক্স আয়োজিত চার দিনব্যাপী বঙ্গ রঙ্গ উৎসবের সূচনা করেন ভারত সরকারের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পদস্থ আধিকারিক অভিজিৎ চ্যাটার্জী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন স্থানীয় আনন্দ পাড়া নরহরি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্বপন গাইন, অবসরপ্রাপ্ত শিক্ষক অনুপম দে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপক মিত্র, বৈদ্যনাথ দলপতি, তমাল মুখার্জী,

নাট্য ব্যক্তিত্ব আশিস দাস, বিশিষ্ট সাংবাদিক অনন্ত চক্রবর্তী, নীরেশ চন্দ্র ভৌমিক ও থিয়েট্রিক্স এর প্রাণপুরুষ প্রখ্যাত মূকাভিনেতা জগদীশ ঘরামীর জননী ভাগ্য ঘরামী।

শ্রী ঘরামী উপস্থিত সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তি’গণ তাদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতির চর্চা ও প্রসারে থিয়েটিক্স ও তার কর্ণধার জগদীশ বাবুর উদ্যোগকে সাধুবাদ জানান।

কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে সংস্থার ১২ তম বর্ষে আয়োজিত বঙ্গ রঙ্গ উৎসবের সূচনায় এদিন ‘কবীরা খাড়া বাজার মে’ নাটকটি মঞ্চস্থ করে নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল নকসা।

স্বনামখ্যাত নাট্য পরিচালক আশিস দাস নির্দেশিত মঞ্চ সফল নাটকটি সমবেত দর্শক সাধারনের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে। শ্রী ঘরামী জানান উৎসবে ১২টি মঞ্চ ও মুকনাটক মঞ্চস্থ হবে।

পরিবেশিত হবে সদ্য সমাপ্ত কর্মশালায় প্রস্তুত একটি ‘নীরব নাটক’। এছাড়াও রয়েছে সংগীত, আবৃত্তি, অঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা। উৎসবে সংগীত নাটক একাডেমীর পুরস্কারপ্রাপ্ত পিয়াল ভট্টাচার্য

ও এবারের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ঢাকি সম্রাট মছলন্দপুরের গোকুল দাসকে প্রয়াত পিতার স্মৃতিতে যতীন ঘরামী স্মারক সম্মানে ভূষিত করা হবে বলে শ্রী ঘরামী আরোও জানান।








