সাড়ম্বরে শুরু হল ঠাকুরনগরের সন্ধা কুমুদ উৎসব

নীরেশ ভৌমিক : ১০ জানুয়ারি সন্ধ্যায় ঠাকুরনগরের জানকি মঞ্চে মঙ্গলদীপ প্রোজ্জলন করে সন্ধ্যা কুমুদ কালচারাল একাডেমী আয়োজিত ১১ তম বর্ষের সন্ধ্যা কুমুদ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন একাডেমীর সভাপতি বর্ষীয়ান সংগীত গুরু কুমুদ রঞ্জন ঘোষ, স্থানীয় সেন্ট জেভিয়ার্স স্কুলের অধ্যক্ষ চন্দ্রপ্রভ ভট্টাচার্য, ঠাকুরনগর হাই স্কুলের প্রধান শিক্ষক অজিতেশ বিশ্বাস, সংস্কৃতি প্রেমী বিদ্যুৎকান্তি মন্ডল, গোপীনাথ ঘোষ।

সংস্থার কর্ণধার পার্থ ঘোষ ও সুতপা ঘোষ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সদস্যগণ সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপারে বরণ করে নেন।

প্রধান অতিথি সহ সকল বিশিষ্ট জনেরা তাঁদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতির চর্চা ও প্রসারে সন্ধ্যা কুমুদ একাডেমীর কর্ণধার পার্থ ও সুতপা ঘোষের প্রয়াসকে সাধুবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানে শেষে স্বনামধন্য সঙ্গীত শিল্পী ঝর্না মন্ডল ও পার্থ ঘোষের পরিচালনায় সমবেত শিক্ষার্থী’গণের কন্ঠে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ সংগীতের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী আয়োজিত উৎসবের সূচনা হয়।

এদিন সংগীত, কাঠি নৃত্য, আবৃত্তি পরিবেশিত হয়। কর্মশালার পরিবেশিত নাটক ‘কৃপণ’ ও ‘গুজবে কান দেবেন না’। দ্বিতীয় দিন সন্ধ্যায় লোকগান আবৃত্তি একাডেমীর সদস্যাগনের নৃত্যানুষ্ঠান এবং চাঁদপাড়া অ্যক্টো প্রযোজিত ৫০০ রজনী অতিক্রান্ত মঞ্চে সফল নাটক ‘ছাঁচ ভাঙ্গার গান’।

শেষ দিনে সদ্যপ্রয়াত সংগীত শিল্পী জুবিন গর্গ স্মরণে একাডেমীর সদস্যগণের সংগীতানুষ্ঠান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী নির্দেশিত মজার নাটক ‘ভূষণ্ডির মাঠ’ ও রবীন্দ্র ভাবনায় ম্যাজিক এবং সবশেষে ঠাকুরনগর মাইম একাডেমী প্রযোজিত নাটক ‘আমি সেই মেয়ে’ সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীর মনোরঞ্জন করে।










