জেলার খবর

সাড়ম্বরে উদযাপিত হল হেলেঞ্চা কলেজের প্রতিষ্ঠা দিবস

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : – আজ হেলেঞ্চা ড. বি.আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠা দিবস। মহাবিদ্যালয়ের অন্যতম রূপকার অধ্যক্ষ্য ড. চিত্তরঞ্জন দাসের সুদক্ষ পরিচালনায় সীমান্তবর্তী কলেজটির মুকুটে রীতিমত শোভা পেতে শুরু করেছে অসংখ্য সুনাম, উন্নয়ন আর এক গুচ্ছো সমৃদ্ধির পালক।

অবশ্য নিজ কর্তব্য কর্মে আপোষহীন, উদার, মহানুভব অধ্যক্ষ ড. দাস মহাশয় বার্ষিক রিপোর্ট পেশ কালে বলেন, যোগ্য সহযোগী পাশে না থাকলে তার একার পক্ষে এত অল্প সময়ে কলেজটির মান বাড়াতে, কলেজ চত্তরে ড. বি.আর আম্বেদকর আবক্ষ মূর্তি স্থাপন, কলেজের ২য় ও ৩য় তলা নির্মাণ, কলেজ ক্যান্টিন স্থাপন, ছাত্র ইউনিয়ন কক্ষ নির্মান,

যোগা, কারাতে, তাইকন্ডো শিক্ষা এবং শারীরিক শিক্ষার ব্যাবস্থা, সম্পূর্ণ কলেজের জন্য সোলার প্যানেলের ব্যাবস্থা, কলেজ লাইব্রেরির জন্য ৪০০০ হাজারের বেশি বই ক্রয়, সম্মেলন কক্ষ, ছাত্র-ছাত্রীদের জন্য অনেক বৃত্তি তহবিল গঠন, কর্মীদের জন্য তাদের কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান, পুরস্কার জিতে বিশ্ববিদ্যালয়, রাজ্য এবং জাতীয় স্তরের ইভেন্টে অর্জন, নৈমিত্তিক কর্মচারীদের জন্য কল্যাণ প্রকল্প,

সমস্ত কর্মী সদস্যদের জন্য কল্যাণ তহবিল গঠন, নৈমিত্তিক কর্মীদের জন্য অবসর সুবিধা, রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প, মহিলা শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন, ইনসিনারেটর, কলেজ প্রশাসনের প্রায় সকল ক্ষেত্রে ই-গভর্নেন্স মোড অব অপারেশনের প্রবর্তন, শিক্ষার্থীদের জন্য স্মার্ট ক্লাসরুম, প্রকাশনা এবং কাগজ উপস্থাপনের ক্ষেত্রে একাডেমিক শ্রেষ্ঠত্ব, পারস্পরিক সহযোগিতার জন্য অন্যান্য কলেজের সাথে অনেক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ ছাড়াও রয়েছে দুটি গুরুত্বপূর্ণ অর্জন, যার প্রথম টি হচ্ছে B+ গ্রেড সহ NAAC স্বীকৃতি প্রাপ্তি অপর টি হচ্ছে NIRF ইন্ডিয়া টুডে র‍্যাঙ্কিং-এ অংশগ্রহণ সেই সাথে ইন্ডিয়া টুডে র‍্যাঙ্কিং-এ কলেজটি সর্বভারতীয় র‍্যাঙ্কিং-এ ১৬৯তম স্থান অর্জন করা হয়তো সম্ভব হত না। সে কারনে কলেজের অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাস এ অসামান্য উন্নয়ন সহ সকল কৃত্তিত্ব উৎসর্গ করলেন কলেজ পরিচালন কমিটি সহ সকল যোগ্য সহযোগীদেরকে।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আজ কলেজের প্রতিষ্ঠা দিবসর শুভ সূচনা করেন বনগাঁ পুলিশ জেলার এস.পি জয়িতা বসু । তাঁকে সহযোগীতা করেন প্রিন্সিপাল ড. চিত্তরঞ্জন দাস, কলেজ পরিচালন কমিটির সভাপতি তরুন ঘোষ প্রমূখ। অনুষ্ঠানটিতে বিশিষ্ঠ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এস,পি জয়িতা বসু , কলেজ পরিচালন কমিটির সভাপতি তরুন ঘোষ, ICIC BANK রিসোর্স পার্সন ইন্দ্রনীল আচার্য্য, বনগাঁ সাইবার ক্রাইম থানার আই.সি সুদীপ্ত দে, ওসি উৎপল সাহা, সাংবাদিক উত্তম সাহা প্রমূখ।

অতিথি বৃন্দের যথাযোগ্য মর্য্যাদায় বরন করে নেওয়া হয়। এ ছাড়াও উপস্থিত ছিলেন, কলেজাকাশের উজ্জ্বল নক্ষত্র কলেজটির ভাইস প্রিন্সিপাল ড. রুপলিনা ব্যানার্জী, বাংলা বিভাগের প্রধান বিশিষ্ঠ চিত্র শিল্পী, স্বনামধন্য সাহিত্যিক প্রফেসার বাসুদেব মন্ডল, ইংরেজী বিভাগের প্রধান প্রফেসার অধীর রায় সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকাগন, কলেজের অশিক্ষক কর্মচারী ও কলেজের ছাত্র ছাত্রীরা।

কলেজের জন্য গুরুত্বপুর্ণ এই অনুষ্ঠানটি কলেজ ছাত্রীদের সমবেত কন্ঠ পরিবেশিত উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হয়। অনুষ্ঠানের মধ্য লগ্নে কলেজের কৃতি ছাত্র ছাত্রীদেরকে যথাযোগ্য সন্মাননা জ্ঞাপন শেষে সাইবার ক্রাইমের উপর সময়পোযোগী এক মনোজ্ঞ সেমিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *