সেবার সাহিত্য সভায় সংবর্ধিত কবি টুলু সেন ও ডঃ সুনীল বিশ্বাস

নীরেশ ভৌমিক : গত ৩০ সেপ্টেম্বর গোবরডাঙ্গার সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৪৬ তম মাসিক সাহিত্য সভায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিজ্ঞান সংস্থা গোবরডাঙ্গা রেনেসাঁস এর সভাপতি ডঃ সুনীল বিশ্বাস ও মহিলা কবি হাবরার টুলু সেনকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

সমিতির পক্ষে সভাপতি হিমাদ্রী গোমস্তা, সম্পাদক গোবিন্দলাল মজুমদার ও কর্মী প্রতিমা চক্রবর্তী গুণীজন দু’জনের হাতে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র ও স্মারক উপহার ইত্যাদি তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

স্বাগত ভাষণে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে এই সাহিত্য সভার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সম্পাদক গোবিন্দলাল মজুমদার। শুরুতেই জন্ম মাসে প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন সমীর চট্টোপাধ্যায়। প্রবীণ সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় এদিন বিশিষ্ট কবি গোপাল পাত্র প্রণীত ‘গোধূলি আলোয়’ গ্রন্থটি প্রকাশ করেন বর্ষিয়ান কবি সুবোধ ভট্টাচার্য এবং বিশিষ্ট শিক্ষক ডঃ অমৃতলাল বিশ্বাস রচিত ‘বনলতার দেশে’ গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট সাংবাদিক পাঁচুগোপাল হাজরা।

মঞ্চে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবরডাঙ্গা গবেষণা পরিষদের সম্পাদক দীপক কুমার দাঁ ও অশোকনগর প্রেসক্লাবের সভাপতি প্রলয় দত্ত। সকলেই সাহিত্যচর্চা ও প্রসারে সেবা ফার্মার্স সমিতির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। এদিনের কবি সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কবিগণ স্বরচিত কবিতা পাঠ করেন।

কবিতা আবৃত্তি করে শোনান বিশিষ্ট বাচিক শিল্পী সাধনা মজুমদার, পলাশ মন্ডল ও রুমা সাহা, আগমনী গান গেয়ে শোনান বিশিষ্ট সঙ্গীত শিল্পী কেয়া দেবনাথ। সঞ্চালক পাঁচুগোপাল হাজরার পরিচালনায় এই দিনের সাহিত্য সভা ও কবি সম্মেলন বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।











