আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অন্যান্য।জেলার খবর

স্বনির্ভরতার লক্ষ্যে আলোচনা সভা চাঁদপাড়া নিটিং সেন্টারে

নীরেশ ভৌমিক : বেকার যুবক যুবতী ও গৃহবধূদের কর্মসংস্থানের লক্ষ্যে গত ১৮ ডিসেম্বর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় চাঁদপাড়া বাজার পার্শ্বস্থ আইরিশ ও নিরমা নিটিং সেন্টারের সভাগৃহে। সেন্টারের কর্ণধার অভিজিৎ টিকাদারের ব্যবস্থাপনায় এদিনের জন্য আয়োজিত সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,

কেন্দ্রীয় সরকারের খাদি গ্রামোদ্যোগ সংস্থার আধিকারিক রমেন্দ্রনাথ বিশ্বাস, নরেন্দ্রনাথ মুখার্জী, ইডিআইআই এর আধিকারিক তন্ময় চক্রবর্তী, কর্মদ্যোগী পবিত্র সরকার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চাঁদপাড়া শাখার প্রবন্ধক অনুপম বিশ্বাস, কল্যাণীর ইন্দ্রজিৎ কুমার সাউ, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বনগাঁ শাখার প্রতিনিধি সায়ন দাস, কানাড়া ব্যাংকের

কালপুর শাখার প্রবন্ধক আরাত্রিকা দত্ত, ছিলেন আইরিশ হেলথ সেন্টারের যোগ প্রশিক্ষক গোবিন্দ সরকার, আইরিশ এর অভিভাবক অনিল টিকাদার প্রমুখ। নিরমা নিটিং সেন্টার এর প্রাণপুরুষ অভিজিৎ টিকাদার সকলকে স্বাগত জানান। সংস্থার কর্মীগণ সকল বিশিষ্টজনদের উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন।

বিশিষ্টজন কর্তৃক মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও নিরমা নিটিং এর কর্মী ও আইরিশ সংস্থার যোগ প্রশিক্ষনার্থীগণের সমবেত কন্ঠে গীতার স্তোত্র পাঠ ও কবিগুরুর ‘আগুনের এই পরশমণি ছোঁয়াও প্রাণে’ সংগীতের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়। শুরুতেই ইডিআইআই এর আধিকারিক তন্ময় চক্রবর্তী বলেন, বেকার সমস্যার যুগে স্বনির্ভর হতে গেলে ব্যবসা করেই দাঁড়াতে হবে।

সুবক্তা তন্ময় বাবু ব্যবস্থা করতে গেলে প্রথমে কিভাবে প্রস্তুত হতে হবে তা সুন্দর ভাবে তুলে ধরেন। উপস্থিত ব্যাংক আধিকারিকগণ ব্যবসা করার জন্য লোন পেতে গেলে কি কি করনীয় তা বিশদে ব্যক্ত করেন। নিরমা সংস্থার কর্ণধার অভিজিৎ টিকাদার বলেন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে যথাসময়ে তা পরিশোধ করতে হবে। তবেই পুনরায় ঋণ পাওয়া যাবে।

এদিন উপস্থিত সকল বিশিষ্টজনদের অনেকেই এই নিটিং সেন্টারের স্রষ্টা অকাল প্রয়াতা ভারতী বিশ্বাস টিকাদার এর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সেই সঙ্গে ভারতী দেবীর অবর্তমানে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে তার সুযোগ্য পুত্র অভিজিৎ ও কন্যা পাপড়ির প্রয়াসকে সাধুবাদ জানান। এই সংস্থায় কাজ করে জীবিকা নির্বাহ করেছেন বহু মানুষ।

প্রধানমন্ত্রী কর্মসংস্থান প্রকল্পে যোগ দিয়ে এবং ব্যাংক লোন নিয়ে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে অপর্না চৌধুরী, চায়না ঘোষ, লক্ষী মন্ডল তাদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। এদিনের সভায় উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলা থেকে ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে বহু মানুষ উপস্থিত হন, তাদের মধ্যে মহিলাদের সংখ্যাই ছিল বেশি।

খাদি সংস্থার পক্ষ থেকে আধিকারিক পবিত্র সরকার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উদ্যোক্তারা সভায় উপস্থিত সাংবাদিক’গণকেও স্বাগত জানান এবং বরণ করে নেন। অন্যতম কর্ণধার প্রদীপ বিশ্বাসের সুচারু সঞ্চালনায় এদিনের আলোচনা সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *