হরিয়ানা (কুরুক্ষেত্র) ন্যাশনাল ইয়োগা চ্যাম্পিয়নশিপ ২০২৫ জিতে বাগদা ব্লকের মুখ উজ্জ্বল করলো ডহরপোতা রাজবংশী পাড়ার দু’ভাইবোন

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : হরিয়ানা (কুরুক্ষেত্র) ন্যাশনাল ইয়োগা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ গত ১১ই মার্চ মঙ্গলবার “গ” বিভাগ থেকে সায়ন বিশ্বাস প্রথম এবং বিভাগ “খ বিভাগ থেকে অনুষা বিশ্বাস তৃতীয় স্থান আধিকার করে বাগদা ব্লকের মুখ উজ্জ্বল করলো। দেশের বিভিন্ন রাজ্য থেকে শতাধিক ছেলে-মেয়ে এই ন্যাশনাল ইয়োগা চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করেছিল বলে জানা যায়।

পশ্চিমবঙ্গ থেকে বনগাঁর ডায়মন্ড ক্লাবের হয়ে উক্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সায়ন ও অনুষা। তারা আপন দুই ভাই-বোন তাদের বাবার নাম সুজিত বিশ্বাস। তাদের বাড়ী বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের ডহরপোতা গ্রামের রাজবংশী পাড়ায়।

সায়ন বিশ্বাস রনঘাট অঞ্চল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র এবং তার বোন অনুষা বিশ্বাস ডহরপোতা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। প্রথম পর্যায়ে কুলিয়ার মাঠে তাদের এই ইয়োগার হাতে খড়ি দেন এলাকারই বিশিষ্ট তাইকন্ডো প্রশিক্ষক জহিরুল ইসলাম বিশ্বাস।

পরে তারা দুই ভাই বোনই বনগাঁ ‘ডায়মন্ড ক্লাব’ এ উন্নত প্রশিক্ষন নেয়। এবং উক্ত ক্লাবের পক্ষ থেকেই হরিয়ানা (কুরুক্ষেত্রে) ন্যাশনাল ইয়োগা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ অংশ নিয়েছিল। তাদের এ অসামান্য সাফল্যে এলাকা রীতিমত উৎসবের আমেজ চালু রয়েছে।

গত মঙ্গলবারও বাগদার পক্ষ থেকে মানবিক ওসি গনেষ বাইন তাদের বাড়িতে পৌছে বিশেষ ভাবে সর্ম্বধনা দিয়ে উৎসাহ যুগিয়েছেন বলে জানা গেছে। ওই সময় রনঘাট পঞ্চায়েত প্রধানের স্বামী তথা প্রাক্তন উপ-প্রধান সম্রাট মন্ডল ও বাগদা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য গৌতম মন্ডল সহ এলাকার মানুষেরা উপস্থিত ছিলেন।








