হেলেঞ্চা ড. বি. আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় প্রাঙ্গনে শুরু হল তিন দিন ব্যাপী বই মেলা তৎসহ কলেজের শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ভবনের শুভ উদ্বোধন
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ‘বই হোক প্রাণের বান্ধব’ এই থিমকে কেন্দ্র করে সারস্বতঃ সাধনার উন্মুক্ত চেতনাকে উদ্বুদ্ধ করতে হেলেঞ্চার স্বনামধন্য ড.বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় প্রাঙ্গনে শুরু হল তিন দিন ব্যাপী বই মেলা, আলোচনা, সাহিত্যপাঠ, অংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শারিরিক অসুস্থতার কারনে হেলেঞ্চা কলেজের বই মেলা প্রাঙ্গনে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও এই বইমেলার ভারচুয়ালী শুভ সূচনা করেন বাংলাদেশের প্রখ্যাত কবি ও সম্পাদক শাহীন রেজা। কলেজের গুনী অধ্যক্ষ্য, অধ্যাপক অধ্যাপিকাগন,
আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষাকর্মীগন ও কলেজটির অসংখ্য ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে বাংলার অন্যতম ঐতিহ্য আদিবাসী নৃত্যের মুর্চ্ছনায় এক বর্নাঢ্য র্যালি শেষে ‘ফানুশ’ উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন,
কলেজ পরিচালন কমিটির সভাপতি ও দুই প্রাক্তন সভাপতি যথাক্রমে তরুন ঘোষ, প্রফেসার ড. সুবির বিশ্বাস ও নকুল চন্দ্র হীরা। অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দের উত্তরীয় ও মেমেন্টো দিয়ে বরন করে নেন কলেজের জনপ্রিয় অধ্যক্ষ্য ড. চিত্তরঞ্জন দাস।
অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মতুয়া গবেষক ড. বিরাট বৈরাগ্য, পরিচালন সমিতির সভাপতি তরুণ ঘোষ, ভাইস প্রিন্সিপ্যাল ড. রূপলীনা ব্যানার্জী, অধ্যাপিকা লতিকা প্যাটেল, কলেজের বড়বাবু রবিদাস বিশ্বাস, পরিচালনা কমিটির সদস্য রামচন্দ্র বোস, অঘোর চন্দ্র হালদার, সাংবাদিক উত্তম সাহা, সমাজ সেবিকা প্রতিমা রায়, বাগদা ব্লক মতুয়া মহা সংঘের সভাপতি বৃন্দাবন মজুমদার,
বাগদা ব্লকের মতুয়া নেতৃত্ব জগদীশ অধিকারী, বাগদা হরিগুরুচাঁদ সেবা সংঘের সভাপতি অনুপম রায়, বিশিষ্ট লেখক সজল রঞ্জন হালদার প্রমূখ। উল্লেখ্য, একই দিনে এলাকার অসংখ্য মানুষের দাবীকে মান্যতা দিয়ে কলেজটির শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ভবনের শুভ উদ্বোধন করেন, বিশিষ্ট মতুয়া গবেষক ড. বিরাট বৈরাগ্য।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন, প্রভাষক আজিজ মন্ডল, চন্দন বিশ্বাস ও আকাশবানী বেতার সঞ্চালক চন্দ্রজিৎ প্রামানিক। অনুষ্ঠানটির সর্ব্বাঙ্গীন সুন্দর ও সমৃদ্ধ হয় কর্ম দক্ষতায় সর্বজন শ্রদ্ধেয় কলেজটির অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাসের সু-নিপুন নির্দেশনা ও কলেজের সাংস্কৃতিক উপসমিতি ও ছাত্র কল্যাণ উপসমিতির সদস্যদের নিরলস প্রচেষ্টায়।