বাগদা হোমিওপ্যাথিক মেডিক্যাল ফোরামের উদ্যোগে মহত্মা হ্যানিম্যানের ২৬৮তম জন্মজয়ন্তী উদযাপন
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ সন্ধ্যায় বাগদা হোমিওপ্যাথিক মেডিক্যাল ফোরামের উদ্যোগে উদযাপিত হল মহত্মা হ্যানিম্যানের ২৬৮ তম জন্ম-জয়ন্তী। এই মহতী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন ও হোমিওপ্যাথির জনক মহত্মা হ্যানিম্যানের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, উক্ত ফোরামের সভাপতি ডাঃ উত্তম কুমার সাহা।
পরবর্তীতে হোমিও গুরু মহত্মা হ্যানিম্যানের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য প্রদান করে বিনম্র সম্মান জানান, ফোরামের সম্পাদক ডাঃ বনমালী মন্ডল, কার্য্যকরী কমিটির ডাঃ দীলিপ পাল, ডাঃ নিমাই শর্ম্মা, ডাঃ নীশিথ বিশ্বাস,
ডাঃ অনুপ মিস্ত্রি, ডাঃ মন্টু তরফদার, ডাঃ নিমাই শর্ম্মা, ডাঃ প্রশান্ত মল্লিক, ডাঃ হরিদাস ঠাকুর, ডাঃ বাসুদেব বিশ্বাস, ডাঃ হাসিরানী হালদার, ডাঃ সুশিল কুমার বিশ্বাস, সুশান্ত সাঁতরা, শতাব্দী পাল প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা সহ মহত্মা হ্যনিম্যানের জীবনী পাঠ করেন ডাঃ চন্দন হালদার। বর্তমান সময়ে হ্যানিম্যানীয় হোমিওপ্যাথির প্রসারের গুরুত্ব ও
আরোগ্য বিবরনীর উপর বক্তব্য রাখেন, ডাঃ প্রশান্ত মল্লিক, ডাঃ মন্টু তরফদার, ডাঃ নীশিথ বিশ্বাস, ডাঃ উত্তম কুমার সাহা প্রমূখ।
উল্লেখ্য, এই অনুষ্ঠান বাস্তবায়নে কার্য্যকরী ভূমিকায় ছিলেন, ডাঃ নিমাই শর্ম্মা ও সাঁতরা হোমিও হলের স্বত্তাধিকারী সুশান্ত সাঁতরা।