১৫ তম বর্ষেও হেলেঞ্চার অন্যতম সমাজ কল্যান মূলক সংগঠন ‘আলোর দিশারীর’ এক গুচ্ছো সামাজিক কর্মকান্ড
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বিগত বছর গুলির ন্যায় এ বছরেও তথা ১৫ তম বর্ষে হেলেঞ্চার অন্যতম সমাজ কল্যান মূলক সংগঠন ‘আলোর দিশারী’ কালী তীর্থ হেলেঞ্চার শ্যামাপূজাকে কেন্দ্র করে এলাকার গরীব তথা আর্থিক দিক থেকে দুর্বল বয়স্ক-বয়স্কা দুস্থ অসহায় মানুষদেরকে একদিনের জন্য আন্তরিক ভাবে আপ্যায়ন করলো।
আলোর দিশারীর সম্পাদক সুজল বৈদ্য এবং সভাপতি বাচ্চু বিশ্বাসের সুযোগ্য নেতৃত্বে উক্ত সংস্থার সকল স্বেচ্ছাসেবক বাহিনীর অক্লান্ত পরিশ্রম প্রতিবারের মত এবারও সফলাতার স্বাদ গ্রহনের সুযোগ করে দেয়। অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলেঞ্চা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বাদল কৃষ্ণ সরকার, রঞ্জিত কুমার রায়, বর্তমান প্রধান শিক্ষক শুভেন্দু বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী স্বপন মন্ডল ,স্কুলের সভাপতি এবং
সম্পাদক মহাশয়, শিক্ষক প্রদ্যুৎ কুমার সরকার, হেলেঞ্চা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক বিনয় রায় সহ বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সাহা। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আয়োজন করা হয় এক মেডিকেল ক্যাম্পের। পরিচালনা করেন বাগদা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক সুদীপ তালুকদার। এই ক্যাম্প থেকে ৪০ জন দুঃস্থ ব্যাক্তি স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে আমন্ত্রিতদেরকে কফি এবং বিস্কুট দিয়ে আপ্যায়ন করা হয়। (ভাত-ডাল-মাংস-মিষ্টি) দিয়ে ১৩৫ জন বৃদ্ধ বৃদ্ধাকে মধ্যাহ্নভোজন করানো হয়। ডেঙ্গু সচেতনতায় ১০৫ জন বৃদ্ধ-বৃদ্ধাকে প্রদান করা হয় মশারি। উক্ত বৃদ্ধ বৃদ্ধাদেরকে নিয়ে ১২টা টোটো গাড়ি ভাড়া করে হেলেঞ্চার বিভিন্ন পূজা মন্ডপ পরিক্রমা করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সম্পাদক সুজল বৈদ্য এবং সভাপতি বাচ্চু বিশ্বাস। সম্পাদক সুজল বৈদ্য জানান, পুজোর দিন গুলোতে চলতে থাকবে ‘পুরনো বস্ত্র বিতরণ’, জলছত্র ও টি স্টল।