৬৮তম স্কুল ন্যাশনাল ভলিবল প্রতিযোগিতায় বাংলার কন্যাশ্রী মেয়েদের জয়জয়কার
নীরেশ ভৌমিক : ৬৮তম ন্যাশনাল স্কুল গেমসে গত ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর উত্তরপ্রদেশের বারানসীতে অনূর্ধ্ব ১৪ বছর বালক ও বালিকা ন্যাশানাল স্কুল ভলিবল প্রতিযোগিতার আসর বসেছিল সেখানে বাংলা বালিকা দল চ্যাম্পিয়ানের শীরোপা অর্জন করে। লীগ পর্যায়ে উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মত টিম কে হারিয়ে পরবর্তী পর্যায় কোয়াটার ফাইনালে পাঞ্জাব কে হারায় ৩-১ সেটে, সেমিফাইনালে তামিলনাড়ুর মত টিম কে ৩-০সেটে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে হরিয়ানাকে ৩-২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
বালক বিভাগে আশানুরূপ ফল করতে পারিনি, তারা গ্রুপ পর্যায়ের খেলা গুলোতে হেরে যায়। এই টিমে হুগলি জেলার পাঁচজন , উত্তর ২৪ পরগনার চারজন, নর্থ কলকাতা জেলার একজন, হাওড়া জেলার একজন এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার একজন মেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।
উওর চব্বিশ পরগনার অদ্রিকা দাস ক্যাপ্টেনের দায়িত্ব সহ খেলায় দক্ষতার পরিচয় দেয় এবং হুগলী জেলার রূপকথা ঘোষ, সহেলী সামন্ত, অঙ্কিতা রায় এবং কলকাতা জেলার অভিসিক্তা পাল উত্তর চব্বিশ পরগনার দিশা পাল হাওড়া জেলার মম কারার, এরা ভালো খেলে টুর্নামেন্টে নজর কাড়ে এবং বাংলা চ্যাম্পিয়ান হয়।
হুগলী জেলার শ্রী প্রদীপ ভট্টাচার্য্য বাংলা দলের কোচ, নদিয়া জেলার শ্রীমতি চৈতালী সরকার অ্যাসিস্টেন্ট কোচ এবং জেনারেল ম্যানেজার হিসাবে উত্তর ২৪ পরগনা জেলার গরিফা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ড: সঞ্জয় মন্ডল এরা সকলে দলের প্রধান দায়িত্ব পালন করেন। স্কুল ভলিবলে অনূর্ধ্ব ১৭ বছর বালিকা দল ইতিমধ্যেই এই বছর এবং গত বছর চ্যাম্পিয়ন হয় , অনূর্ধ্ব ১৯ বছরের বালিকা দল গত তিন বছরের চ্যাম্পিয়ন , কিন্তু অনূর্ধ্ব ১৪ বছরের এই ফলাফল খুব সহজে আসেনি কারণ অনূর্ধ্ব ১৪ বছরের বালিকা দল ২০১৮ সালের পর জাতীয় স্তরে ভালো রেজাল্ট করতে পারিনি
তাই ২০২৪ এর জানুয়ারি মাস থেকে ভালো ফলাফলের আশায় অনূর্ধ্ব ১৪ বছর বালিকা বিভাগের বিভিন্ন জেলা থেকে এই খেলার পারদর্শী মেয়ে নিয়ে ওয়েস্ বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস্ এন্ড স্পোর্টস এর অধিনে এবং ষ্টেট ভলিবল টেকনিক্যাল কমিটির তত্তাবধানে এই দলের প্রশিক্ষণ হুগলীর শ্রীরামপুরে চালু হয়। এবং পরবর্তী ক্ষেত্রে বিদ্যালয়ের রাজ্য স্তরের খেলা থেকে এই টিম তৈরি হয়। এ বছর কঠোর অনুশীলন করে বাংলার অনূর্ধ্ব১৪ বছরের কন্যাশ্রী মেয়েরা চ্যাম্পিয়ন এর শীরপা অর্জন করে ।