৭ দফা দাবীর ভিত্তিতে বিডিওতে বাগদার মিড-ডে-মিল কর্মী ইউনিয়নের ডেপুটেশন
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে এম, বিশ্বাসের রিপোর্ট : সারা বাংলা মিড-ডে-মিল কর্মী ইউনিয়ন মিড-ডে-মিল কর্মী ইউনিয়ন বাগদা ব্লক কমিটির সদস্যারা আজ বেলা ৩টায় বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে ৭দফা দাবীর ভিত্তিতে মিছিল করে এসে এক ডেপুটেশন দেন।
উক্ত ইউনিয়নের সম্পাদিকা শক্তি দেবনাথ বলেন, ভারত বর্ষের অন্যান্য রাজ্যে এসকল মিড-ডে-মিল কর্মীদের মাইনে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশী এবং সুযোগ সুবিধাও বেশি। যেখানে পশ্চিমবঙ্গে এসকল কর্মীদের মাসিক মাইনে মাত্র ১৫০০টাকা সেখানে অন্যান্য রাজ্যে এসকল মিড-ডে-মিল কর্মীদের মাইনে ৭০০০ টাকা থেকে ১২৫০০ টাকা পর্যন্ত। এই অবস্থার পরিপেক্ষিতে বিডিও সাহেবের কাছে বাগদার মিড-ডে-মিল কর্মী ইউনিয়নের ৭ দফা দাবী যথাক্রমে,
১। বছরে ১০ মাস নয়, ১২ মাসের বেতন দিতে হবে। ২। ছুটির নামে যে অতিরিক্ত দিনগুলিতে কাজ করতে হয় তার মজুরী দিতে হবে। ७। সকল কর্মীদের দুপুরে খাবার আইনগত অধিকার দিতে হবে। ৪। সরকারী কর্মীর স্বীকৃতি দিতে হবে। ৫। মিড-ডে-মিল কর্মীদের মাসিক ২৬০০০ টাকা বেতন দিতে হবে। ৬। কোনো অজুহাতে কর্মরত কোন মিড-ডে-মিল কর্মীকে ছাঁটাই করা চলবে না। ৭। ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাদ্যের জন্য বরাদ্দ বাড়াতে হবে।