অকাল প্রয়াত মহিলা ক্রিকেটারের স্মরণসভা অশোকনগরে
নীরেশ ভৌমিক : অশোকনগরের প্রতিভাবান ক্রিকেটার অংশুমিতা সরকারের স্মরণ অনুষ্ঠান হয়ে গেল বিদ্যাসাগর বাণী ভবন স্কুলে। স্থানীয় ধারাপাত পত্রিকার উদ্যোগে ২১ সেপ্টেম্বর জন্মদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
ছিল আলোচনা ,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । অংশুমিতার স্মরণে জীবনকৃতি সম্মাননা ২০২৩ প্রদান করা হয় গবেষক দীপক কুমার দা , সমাজ কর্মী তথা সাংবাদিক সুকুমার মিত্র ও সাংবাদিক দিলীপ রায়কে।
আয়োজক সংস্থা ধারাপাত পত্রিকার সম্পাদক উদয় শঙ্কর দাস স্বাগত ভাষণ দেন। কবিতা পাঠের মধ্য দিয়ে অকাল প্রয়াত অংশুমিতাকে স্মরণ করেন কবি মিন্টু বাড়ৈ,অনির্বাণ রায় চৌধুরী, রাজু সরকার ও টুলু সেন।
আবৃত্তিতে ছিলেন হাবরা পুরসভার কাউন্সিলর পুষ্পিতা নন্দী ও মোনালিসা দাস। অংশুমিতার ক্রিকেট জীবনের টুকরো টুকরো ছবি তুলে ধরেন অতনু সরকার, অমর চক্রবর্তী ,পীযূষ কান্তি রায় ,সায়ন্তী ব্যানার্জি প্রমূখ।
প্রবীণ সাংবাদিক নীরেশ ভৌমিক ,শিক্ষক সোফিয়ার রহমান, শান্তি বিশ্বাস ,সুদিন গোলদার প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ড. মনোজ ঘোষ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি তথা সাংবাদিক পাঁচুগোপাল হাজরা। সকলকে ধন্যবাদ জানান প্রয়াত অংশুমিতার মা মীরা সরকার ও বাবা অসীম কুমার সরকার।
প্রসঙ্গত ২০২০ সালের ৫ আগস্ট অংশুমিতার অকাল প্রায়াণ ঘটে।