অটো ও বিদ্যুৎ দপ্তরের মোবাইল ভ্যানের মুখোমুখী সংঘর্ষে অটো উল্টে মৃত দুই ও আহত তিন বাগদায়
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : অটো ও বিদ্যুৎ দপ্তরের ১০৭ মোবাইল ভ্যানের মুখোমুখী সংঘর্ষে বাগদার ৫নং কলাবাগান এলেকায় অটো উল্টে মৃত এক ও আহত তিন।
জানা গেছে মৃত ব্যাক্তিদ্বয়ের নাম শুশিল সরকার(৬০) ও বাটুল বিশ্বাস(৫৮)। তাদের বাড়ি যথাক্রমে বাগদার হরিহরপুর ও মেহেরানী গ্রামে। জানা গেছে এরা ডহর পোতা গ্রাম থেকে কির্ত্তন করে ঘরে ফিরছিল
মৃত ব্যাক্তিদ্বয়ে স্বজনেরা জানান, একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে অপর জনের মৃত্যু হয় বনগাঁ হাসপাতালে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের বাগদা গ্রামীন হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তারবাবু ষাট উর্ধ্ব শুশিল বাবুকে মৃত বলে ঘোষনা করেন।
বাকি তিন জন আহত ব্যাক্তি বাগদা গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এর মধ্যে ১ জনের অবস্থা আশংকা জনক।