অনুষ্ঠানে অনুষ্ঠানে জমজমাট গোবরডাঙ্গা মৃদঙ্গমের প্রতিষ্ঠা দিবস
নীরেশ ভৌমিক : নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল মৃদঙ্গম গত ২৮ মে ১৩ তম বর্ষে পদার্পণ করে। দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মৃদঙ্গম। আমন্ত্রণ জানানো হয় গোবরডাঙ্গার বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংস্থাগুলোকে।
মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও কেক কেটে মৃদঙ্গমের ১৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়। উদ্যোক্তারা এদিন কবিগুরুর ১৬৪ তম জন্ম জয়ন্তীও যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম থেকে আগত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দয়াল কৃষ্ণ নাথ, গোবরডাঙ্গা শিল্পায়ন এর কর্ণধার আশিস চট্টোপাধ্যায়, নকসা নাট্য দলের পরিচালক আসিস দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর নন্দী ও বিশিষ্ট লেখক ও সাংবাদিক পাঁচুগোপাল হাজরা প্রমুখ।
মৃদঙ্গম এর প্রাণপুরুষ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বরুণ কর উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে নাটক ও সুস্থ সংস্কৃতির চর্চা ও প্রসারে গোবরডাঙ্গা মৃদঙ্গম ও তার কর্ণধার বরুণ কর এর নিরলস প্রয়াসকে সাধুবাদ জানান।
সেই সঙ্গে মৃদঙ্গম এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।শিশু শিল্পী অদ্রিজ দাসের গণেশ বন্দনা ও গৌড়ীয় নৃত্যের মধ্য দিয়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। খাঁটুরা চিত্তপট, শিল্পাঞ্জলি, গোবরডাঙ্গার স্বপ্নচর, কথা প্রসঙ্গ, নাট্যায়ন, মছলন্দপুরের ইমন-মাইম সেন্টার, চিরন্তন সহ বিভিন্ন সংগঠনের সদস্য’গণ মৃদঙ্গম এর শুভকামনা করে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
গোবরডাঙ্গার মুকুলিকা গানের স্কুলের শিল্পীদের সংগীতানুষ্ঠান, নান্দনিক এর শ্রুতি-নাটক, অরিন্দম দে’র কবিতা আলেখ্য, পরম্পরার সংগীত শিল্পীদের মনোজ্ঞ সংগীতানুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতা’গণকে মুগ্ধ করে।
অনেক রাত অবধি বহু দর্শক শ্রোতা মন্ডলীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মৃদঙ্গম এর কবি প্রণাম ও প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সার্থকতা লাভ করে।