জেলার খবরস্বাস্থ্য

অনুষ্ঠিত হলো ঠাকুরনগর চলন্তিকা শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ২৪ তম বর্ষ রক্তদান উৎসব

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, ২৫ শে জুন ২০২৩ রবিবার ঐতিহ্য অনুসারে সামাজিক দায়বদ্ধতার প্রকল্প সূচি অনুযায়ী বিপুল উদ্দীপনা ও উৎসাহের মধ্যে অনুষ্ঠিত হলো ঠাকুরনগর চলন্তিকা শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ২৪ তম বর্ষ রক্তদান উৎসব।

প্রতি বছর এই উৎসবটি প্রয়াতা শিক্ষিকা অঞ্জলী রানী বিশ্বাস এর স্মরণে উৎসর্গ করা হয়। সংগঠনের সদস্য পিন্টু মল্লিক রচিত , সুরারোপিত ও পরিচালিত ” তোমার রক্তে বাঁচবো আমি, আমার রক্তে তুমি ” সংগীতটি সংগঠনের শিল্পীদের দ্বারা সমবেত ভাবে উদ্বোধনী সংগীত রূপে গীত হয়। অনুষ্ঠানের সভাপতি প্রাক্তন সাংসদ শ্রী অসীম বালা মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করেন।

সংঘ পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের সম্পাদক শ্রী সজল কুমার বাইন মহাশয়। স্বাগত ভাষণে সজল বাবু সংঘের বহুমুখী কর্মসূচি তুলে ধরেন এবং উপস্থিত রক্তদাতাদের এবং গুণীজনদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। সংঘ মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করেন বঁনগা জীবনরতন ধর মহকুমা হাসপাতালের ড. গৌরী মন্ডল।

বিশেষ অতিথি , সাংবাদিক ও শিক্ষক শ্রী নিরেশ ভৌমিক মহাশয় সমাজে রক্তদানের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। সাংবাদিক ও কবি শ্রী পাঁচু গোপাল হাজরা মহোদয়ও রক্তদানের উপর গুরুত্ব আরোপ করেন। সংগঠনের প্রাক্তন সম্পাদক শ্রী আলোক কুমার মন্ডল মহাশয় সংগঠনের অতীতের প্রতি আলোকপাত করে জানান ঠাকুরনগরের প্রথম রক্তদান শিবির ১৯৮৬ সালে চলন্তিকাতেই সংগঠিত হয়।

পরিশেষে একশত বারের রক্তদাতা, পরিবেশবিদ শিক্ষক শ্রী অরিন্দম দে মহোদয় তাঁর নাতিদীর্ঘ ভাষণে আহ্বান করেন, পঞ্চায়েত ভোটের এই আবহে রক্তপাত নয়, রক্তদানই মানব জীবনের মহৎ কর্ম। এ ছাড়াও বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ড. প্রদীপ দত্ত ও সাংবাদিক তপন মন্ডল মহাশয়।

উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং একঝাঁক নতুন প্রজন্মের তরুণ তরুণী। শিবিরে অংশগ্রহণকারী ডাক্তার বাবুদের তত্ত্বাবধানে রক্তদান প্রক্রিয়া সুষ্ঠভাবে চলতে থাকে। প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে কমলা লেবুর চারা তুলে দেয়া হয়।

ঠাকুরনগর চলন্তিকা শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতি বছর রক্তদাতাদের হাতে কোনো ফল বা ফুলের গাছ তুলে দিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষ রোপণের আহ্বান জানায়। সকাল ১১ টা থেকে শুরু করে দুপুর ৩ টে পর্যন্ত অনুষ্ঠানটি চলে। পঞ্চায়েত ভোটের ব্যস্ত আবহেও ৬২ জন মহৎ রক্তদাতা রক্তদান করেন ; এর মধ্যে ৫৩ জন পুরুষ ও ৯ জন মহিলা।

এ ব্যাতিত আরও ৯ জন রক্তদানে ইচ্ছুক ব্যক্তিরা ডাক্তারি পরীক্ষার পর রক্তদান করতে পারেননি। চলন্তিকার সদস্য – সদস্যাদের অক্লান্ত পরিশ্রমে রক্তদান শিবিরটি সার্থকতা লাভ করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি প্রাক্তন শিক্ষক ও সমাজকর্মী শ্রী গোবিন্দ দত্ত মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *