জেলার খবর

অনুষ্ঠিত হল গাইঘাটা পূর্বচক্রের প্রাথমিক পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা -২০২২

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া,  সাড়ম্বরে অনুষ্ঠিত গাইঘাটা পূর্বচক্রের প্রাথমিক পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা -২০২২। চাঁদপাড়ার প্লেয়ার অ্যাসোসিয়েশন ময়দানে উত্তর ২৪ পরগনা প্রাথমিক বিদ্যালয় সমূহের সংসদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত গাইঘাটা পূর্বচক্রের প্রাথমিক বিদ্যালয় সমূহের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২২ এর জাতীয় পতাকা উত্তোলন ও শানৃতির কপোত উড়িয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইঘাটা পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিদিশা দাস।

চক্রের পতাকা উত্তোলন করেন প্রবীন শিক্ষক নেতা তপন মল্লিক, মঙ্গলদীপ প্রজ্জ্বলন করেন শিক্ষা দফ্তরের বিশিষ্ট কর্মী বিভাষ ঘোষ। সমবেত প্রতিযোগীগণকে শপথ বাক্য পাঠ করান শিক্ষক সৌমিত্র বিশ্বাস। মশাল দৌড়ের মধ্য দিয়ে  ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন শিক্ষক রাজেশ সরকার।

জাতীয় সংগীত শেষে বিশিষ্ট নৃত্য শিল্পী ঋতিশা সরকারের নৃতানুষ্ঠান উপস্থিত সকলের প্রশংসা লাভ করে। শিক্ষার্থীদের শরীর চর্চা ও খেলাধুলার প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী বিদিশা দাস। বক্তব্য রাখেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দদাস।

তিনি উপস্থিত সকল শিক্ষক – শিক্ষিকা প্রতিযোগী পড়ুয়াদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রতিযোগিতার সাফল্য কামনা করেন। এদিনের ক্রীড়ানুষ্ঠানে চক্রের ৭৮ টি স্কুলের শ’দুয়েক ছাত্র – ছাত্রী ১৭ টি ইভেন্টে অংশ গ্রহণ করে। দৌড়, লং জাম্প, হাই জাম্প, ছোটদের আলু দৌড় ও জিমনাস্টিক প্রতিযোগিতা আকর্ষনীয় হয়ে ওঠে।

সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ। অন্যতম সংগঠক ও শিক্ষক স্বপন পাঠক, শিক্ষাবন্ধু মিলন কান্তি সাহা জানান, আগামী ২৪শে জানুয়ারি গাইঘাটা হাই স্কুল মাঠে মহকুমা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারীরা অংশ নিতে পারবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *