অনুষ্ঠিত হল গাইঘাটা ব্লকে সরকারী পরিসেবা প্রদান আনুষ্ঠান
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, আজ সারা রাজ্যের মত গাইঘাটায়ও অনুষ্ঠিত হল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান অনুষ্ঠান। এদিন হাওড়া জেলার পাঁচলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের পথে ১৯ বছর উপলক্ষ্যে এক উচ্ছ প্রকল্পের শিলান্যাস ও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন।
সেখান থেকে রাজ্যের বিভিন্ন স্থানের একাধিক প্রকল্পের ভার্চুয়ালী উদ্বোধন ও শিলান্যাস করেন সয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। হাওড়া জেলার পাঁচলার পরে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিটি ব্লকে ব্লকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে বলে জানা গেছে। এদিন গাইঘাটা ব্লকের চাঁদপাড়া বানী বিদ্যাবীথি স্কুলের সোনার তরী মঞ্চে বিদ্যালয়ের পড়ুয়াদের কন্ঠে আগুনের এই পরশমনি ছোঁয়াও প্রাণে সঙ্গীতের মধ্য দিয়ে গাইঘাটার উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানটিতে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, বনগাঁ মহকুমা আদালতের অন্যতম ডেপুটি ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়, গাইঘাটার বিডিও সঞ্জয় সেনাপতি, জয়েন্ট বিডিও কার্তিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, সহঃ সভাপতি ইলা বাগচি, কর্মাধ্যক্ষ তাপসী ঘোষ, রাজশ্রী গুহ, শ্যামল সরকার, সুব্রত সরকার, কালিপদ বিশ্বাস, বিষ্ণুপদ ঘোষ, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক দাস, সুভাষ ঘোষ, সমীর বিশ্বাস, ছন্দা সরকার, সামা মণ্ডল, সীমা দাস, শংকরী পাল,
মৌসুমী সাহা, জেলা পরিষদ সদস্যা সুষমা সরকার, মতুয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মমতা ঠাকুর প্রমুখ। আযোজকগন উপস্থিত সকল বিশিষ্টজনদের উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নেন। স্বাগত ভাষনে গাইঘাটার বিডিও সঞ্জয় সেনাপতি অনুষ্ঠানের সাফল্য কামনা করে উপস্থিত সকল ব্যাক্তি বর্গের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে অভিনব বলে মন্তব্য করেন।
বনগাঁর প্রাক্তন সাংসদ ও মতুয়া উন্নয়ন পারিষদের চেয়ারপার্সন সমতা ঠাকুর তাঁর বক্তব্যে বলেন, বাংলা সারা দেশকে পথ দেখায়, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনেও পথ দেখাবে। বক্তারা রাজ্য সরকারের অসংখ্য জনমুখী প্রকল্প যেমন – স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, তপশিলী শংসাপত্র, কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি জনমুখী প্রকল্পের সুফল দলমত নির্বিশেষে বাংলার জনগন পাচ্ছেন বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, এদিন গাইঘাটার এই মঞ্চ থেকে বেশ কয়েকজন বাসিন্দাকে বিধবা ভাতা, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, তপশিলি শংসাপত্র, মানবিক, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, ষ্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী প্রকল্পের নতুন সাইকেলও ছাত্র – ছাত্রীদের হাতে তুলে দেয় হয় বলে জানা গেছে। সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানে যথেষ্ট উৎসাহ – উদ্দীপনা পরিলক্ষিত হয়।