জেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

অনুষ্ঠিত হল গোবরডাঙা নকসার ৫ দিনের নাট্যকর্মশালা

সমর বিশ্বাস: পাঁচ দিনের এক নাট্যকর্মশালার আয়োজন করে নাটকের শহর গোবরডাঙার প্রাচীন নাট্যদল নকসা কর্তৃপক্ষ। গত ২৬ জুলাই নকসা পরিচালিত গোবরডাঙা সংস্কৃতি কেন্দ্রের বিচিত্রায় আয়োজিত নাট্য কর্মশালার সূচনায় উপস্থিত ছিলেন নকসার কর্ণধার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আশিস দাস,

স্বনামখ্যাতা নাট্যাভিনেত্রী দীপান্বিতা দাস, প্রশিক্ষক ছিলেন সদ্য সূর্যোদয়ের দেশ জাপান থেকে নাটকের এক নতুন পদ্ধতির উপর প্রশিক্ষণ নিয়ে আসা তরুণী পরিচালক ভূমিসুতা দাস। ডিভাইস থিয়েটারের উপর আয়োজিত নাট্যকর্মশালায় বিভিন্ন এলাকা থেকে ১০ জন নাট্যকর্মী প্রশিক্ষণে অংশ নেন।

চন্দননগর, দুর্গাপুর ছাড়াও দিল্লীর এক যুব নাট্যকর্মী ৫ দিনের এই কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণকরেন। ছিলেন গায়েশপুরের প্রবীণ নাট্যকর্মী অনিমেষ বসাক। কর্মশালায় অভিনয়ের প্রশিক্ষণ ছাড়াও আলো, আবহ, সংগীত, নৃত্য ইত্যাদির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রধান মঞ্চাভিনেত্রী দীপান্বিতা দেবী জানান, কামশালায় নাটকের ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধির ব্যাপারে জোর দেওয়া হয়েছে। ৩০ জুলাই কর্মশালার শেষ দিনে সকল প্রশিক্ষণার্থীগণের হাতে শংসাপত্র তুলে দেন অবসর প্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক। নকসার প্রাণপুরুষ আশিস দাসের তত্ত্বাবধানে আয়োজিত নাট্য কর্মশালা সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *