অনুষ্ঠিত হল গোবরডাঙ্গা শিল্পায়নের রম্বস নাট্যোৎসব
নীরেশ ভৌমিক : গত ২-৩ নভেম্বর গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটার হলে মহাসমারহে অনুষ্ঠিত হয় রম্বস নাট্য উৎসব। ২ নভেম্বর সন্ধ্যায় মঙ্গলদীপ প্রোজ্বলন করে সংস্থার ৪৯ তম বর্ষে আয়োজিত নাট্যোৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর সদস্য সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন একাডেমীর অন্যতম সদস্য তথা শিল্পায়ন এর কর্ণধার আশিস চট্টোপাধ্যায়।
রম্বস নাট্যদলের প্রাণপুরুষ বিশিষ্ট নাট্যাভিনেতা অঞ্জন বিশ্বাস সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংস্থার অন্যতম সদস্য প্রতীপ ঘোষ অতিথিদ্বয়’কে বরণ করে নেন। বিশিষ্ট ব্যক্তিগণ তাদের বক্তব্যে দীর্ঘ প্রায় ৫০ বৎসর যাবত নাট্যচর্চা ও প্রসারে রম্বস এর প্রয়াসকে সাধুবাদ জানান।
রম্বস আয়োজিত এবারের নাট্যোৎসবে মোট ৪ খানি নাটক মঞ্চস্থ হয়। সূচনায় রম্বস পরিবেশিত রুদ্ধশ্বাস নাটক ‘আঁততায়ী’ সমবেত দর্শক সাধারণের উচ্চসিত প্রশংসা লাভ করে।
এদিনের দ্বিতীয় নাটক চাঁদপাড়ায় আ্যক্টো প্রযোজিত ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী নির্দেশিত ৩৭০ রজনী অতিক্রান্ত মঞ্চ সফল নাটক ‘ছাঁচ ভাঙার গান’ সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে। দ্বিতীয় দিনের প্রথম নাটক কৃষ্ণনগর থিয়াস প্রযোজিত ‘নানা রঙের দিন’।
সংস্থার নির্দেশক বিশিষ্ট নাট্যাভিনেতা সুমন গোস্বামীর একক অভিনয়ে সমৃদ্ধ নাটকটি উপস্থিত সকলের প্রশংসা লাভ করে। এদিনের শেষ নাটক শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র পরিবেশিত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সমরেশ বসু নির্দেশিত ও অভিনীত সকলের ভালোলাগার নাটক
‘টেলিস্কোপ’ উপস্থিত দর্শক মন্ডলীর মনের মনিকোঠায় স্থান করে নেয়। নাটকটির অন্যতম চরিত্রে মৃত্তিকা বসুর অসামান্য অভিনয় সকলকে মুগ্ধ করে। হলভর্তি দর্শক সমাবেশে প্রাক ৫০ তম বর্ষের রম্বস নাট্যোৎসব সার্থকতা লাভ করে।