গাইঘাটায় অনুষ্ঠিত হল “চিলড্রেন্স কাপ-২০২৩”
নীরেশ ভৌমিক : “চিলড্রেন্স কাপ-২০২৩” চ্যাম্পিয়ন ছেকাটি এফ পি স্কুল। রানার্স দীঘা সুকান্তপল্লী এফ পি। ছেকাটি এফ পি ৪-০ গোলে বিজয়ী হয়। সেমিফাইনালে ছেকাটি এফ পি ৫-০ গোলে শিমুলিয়া পাড়া এফ পি কে পরাজিত করে।
অপর সেমিফাইনালে ডুমা সরুইপুর এফ পি এবং দীঘা সুকান্তপল্লী এফ পি র মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্ধারিত সময়ে ১-১ ফলাফল হওয়াই টাইব্রেকারে খেলার নিস্পত্তি হয়। ৩-২ ফলাফলে জয়লাভ করে দীঘা সুকান্তপল্লী এফ পি।
সমগ্র টুর্নামেন্টে ৭ টি গোল এবং নান্দনিক ফুটবল উপহার দিয়ে ছেকাটি এফ পি র প্রান্ত দাস ‘হিরো অফ দ্যা টুর্নামেন্ট ‘ নির্বাচিত হয়। ফাইনালে ছেকাটি এফ পি র রণিত বালা শৈল্পিক ফুটবল উপহার দিয়ে দর্শকদের নজর কাড়ে,সে হ্যাটট্রিক করে ফাইনালে ‘হিরো অফ দ্যা ম্যাচ ‘ নির্বাচিত হয়।
ছেকাটি এফ পি র হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন দীঘা সুকান্তপল্লী এফ পি র প্রধান শিক্ষক স্বপন কুমার পাঠক এবং দীঘা সুকান্তপল্লী এফ পি র হাতে রানার্স ট্রফি তুলে দেন ছেকাটি এফ পি স্কুলের প্রধান শিক্ষিকা ইলা রাণী মন্ডল।