অনুষ্ঠিত হল ফাতনা সাহিত্য সম্মান প্রদান অনুষ্ঠান -২০২৩
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হল ফাতনা সাহিত্য সম্মান প্রদান অনুষ্ঠান ২০২৩ । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বর্গের যথাযোগ্য সন্মান প্রদান ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপনের মাধ্যমে ফাতনা পরিবারের পক্ষ থেকে সম্পাদক সত্য মোদক বরন করে নেন এবং ফাতনা সাহিত্য সম্মান প্রদান করেন।
ফাতনা সাহিত্য সম্মান প্রাপকদের তালিকায় ছিলেন, প্রাবন্ধিক, সাহিত্যিক, শিক্ষাবিদ নিরঞ্জন কুমার রায়, বিশিষ্ট সাহিত্যিক, কবি, শিক্ষাবিদ বাদল কৃষ্ণ সরকার, প্রখ্যাত কবি, সম্পাদক লালমোহন বিশ্বাস, গীতিকার, কবি, সম্পাদক গোবিন্দলাল বিশ্বাস, বিশিষ্ট লেখক, কবি, সম্পাদক শুভংকর সাহা, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, নির্দেশক, কবি অনুপ কুমার বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট কবি শিক্ষাবিদ স্বপন কুমার বালা। স্বাগত ভাষন দেন ফাতনা’র সহ সম্পাদক গল্পকার শিক্ষক অনুপকুমার বালা। অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন, গীতিকার শুকলাল বিশ্বাস, লেখক সত্যেন বিশ্বাস, নাট্য ব্যক্তিত্ব, শিক্ষাবিদ কৃষ্ণপদ ঘোষ, কবি প্রবীর হালদার, সংগীত শিক্ষক তাপস মন্ডল, প্রবীর চ্যাটার্জী, নির্দেশক অপূর্ব বিশ্বাস, সংগীত শিল্পী অন্তিম খান, কবি অনাময় বিশ্বাস, সংগীত শিল্পী ও নাট্য অভিনেত্রী নন্দিনী বিশ্বাস, বাচিক শিল্পী রতনা শীল,
তন্ময় বালা, চিত্র শিল্পী সমীর সেন, সংশপ্তক এর সম্পাদক শুভংকর মোদক, গৌতম বিশ্বাস, তাপস রায়, বিশ্বজিত বৈঠগী, প্রশান্ত হালদার, রতন বিশ্বাস, সংগীত পরিবেশন করেন মনিকা শীল, অশোক কুমার বাড়ৈ, অঙ্কিতা মন্ডল, প্রীতম বিশ্বাস, শান্তনু বিশ্বাস, প্রণয় দেবনাথ, কুশল দাস, সুকান্ত কীর্তনীয়া, শিবাজিত মজুমদার, সন্তু বালা সহ এলাকার সাহিত্যমোদীরা। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, কবি, তৎসহ ফাতনা সাহিত্য পত্রিকার সম্পাদক সত্য মোদক।