অনুষ্ঠিত হল ‘বাগদা ব্লক সাহিত্য উৎসব’

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ‘বাগদা ব্লক সাহিত্য উৎসব’ অনুষ্ঠিত হলো ব্লকের মনোহরপুরের বুরুনীর বিল প্রাঙ্গনে। বাগদা ব্লক সহ বনগাঁ মহকুমার অসংখ্য গুণীজনেরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠান থেকে কিছু গুণী মানুষ এবং সংগঠনকে সংবর্ধিত করা হয়। মনোজ্ঞ এই অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক বিভাস রায়চৌধুরী, কবি সাংবাদিক অলক বিশ্বাস, যাত্রাকার জয়দেব মণ্ডল,

মাসিক সাহিত্য পত্রিকা কুহুকেকার সম্পাদক গোবিন্দলাল বিশ্বাস, বিশিষ্ট সাহিত্যিক প্রাক্তন প্রধান শিক্ষক বাদল কৃষ্ণ সরকার, কবি নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক ড. অনুপ কুমার বিশ্বাস, বিশিষ্ট জন প্রণব কুমার পাল,

বিশিষ্ট গল্পকার অমিত কুমার বিশ্বাস, বিশিষ্ট ছড়াকার বিজন বক্সী, সঙ্গীত শিল্পী পরেশ সরকার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কৃষ্ণপদ ঘোষ, কিশোর দত্ত, সুকান্ত কীর্তনীয়া, ভুপতি টিকাদার, সঞ্জীব মল্লিক, অনুপ ঘোষ,

বিশিষ্ট শিক্ষক অনুপ কুমার বিশ্বাস, যন্ত্রশিল্পী প্রণয় দেবনাথ, সংগীতশিল্পী তাপস মন্ডল, যন্ত্র শিল্পী শিক্ষক অপূর্ব বিশ্বাস, চিত্রশিল্পী সমীর সেন, সুজল বৈদ্য, সংগীতশিল্পী গোলক বিশ্বাস, কবি হরিপদ বিশ্বাস, সংগঠক বিনয় চন্দ্র রায়,

বিনয় বিশ্বাস, তাপস রায়, সন্তু বালা, প্রশান্ত হালদার, আশুতোষ বিশ্বাস, তিথি সেন, অনিমা হালদার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশপ্তক এর সম্পাদক শুভঙ্কর মোদক।

উল্লেখ্য, এই অনুষ্ঠান থেকে সংবর্ধিত করা হয় যে সমস্ত সংগঠনকে তাদের মধ্যে উল্লেখযোগ্য, হেলেঞ্চা সংশপ্তক, ফাতনা সাহিত্য পত্রিকা, এখন চলতে চলতে সাহিত্য পত্রিকা, শাদল সংস্কৃতিক চক্র চরমন্ডল, কলকাতা সমলয়, গোবরাপুর সংবিধি, শব্দচিহ্ন সাহিত্য পত্রিকা, সহস্রধারা,

বাঁশরী সাহিত্য পত্রিকা, আলোর দিশারী সামাজিক সংগঠন, সূচনা সাংস্কৃতিক চক্র ও সৃষ্টি ডান্স একাডেমি। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা এবং পরিচালনা করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সত্য মোদক।








