অনুষ্ঠিত হল ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠে “বি. এড.পড়ুয়াদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান”

পি.টি নিউজ/ভবানীপুর : ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠে “বি. এড. পড়ুয়াদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান” হল গত ২৯শে এপ্রিল ২০২৫। প্রায় চার মাস ধরে সিন্দ্রানী “তন্ময় কলেজ অব হায়ার এডুকেশন”-এর বি.এড. পড়ুয়ারা ভবানীপুর হাই স্কুলে প্রাকটিসিং এর মাধ্যমে হাতে-কলমে ছাত্র-ছাত্রীদের পাঠদান করে।

গত ২৫শে এপ্রিল ২০২৫ তারিখে তার ফাইনাল টিচিং সম্পন্ন হয়। আজ ২৯শে এপ্রিল ২০২৫ তারিখে এই ৯জন ছাত্র -ছাত্রীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ভবানীপুর উচ্চ বিদ্যালয়, যা আসলেই নজির বিহীন।

বলাবাহুল্য, ৩০শে এপ্রিল ২০২৫ তারিখ থেকে গ্রীষ্মাবকাশের ছুটি হয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী তার সুন্দর ভাষণের মাধ্যমে এই অনুষ্ঠানের গুরুত্ব আলোচনা করেন, পরিচালক সমিতির শৈলেন্দ্র নাথ বাগচী উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

“বিদায় সংবর্ধনা” অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করে। যার মধ্যে ছিল নাচ, গান, আবৃত্তি ইত্যাদি।
বি.এড. ছাত্র-ছাত্রীদের মধ্যে কোয়েল উকিল, তৃণা ঘোষ ও স্নিগ্ধা বসু সুন্দর নৃত্য পরিবেশন করেন।

এছাড়াও মৌসুমী রায় অনুষ্ঠান উপযোগী সুন্দর বক্তৃতা রাখেন, ইশা বাগচী, তৃমা পাল ও দিশা বাগচী দারুন আবৃত্তি ও বক্তব্য রাখেন। বিদ্যালয়ের পক্ষ থেকে ৯ জন বি.এড পড়ুয়াদের সার্টিফিকেট, মোমেন্ট ও ফুল-মিষ্টি উপহার হিসাবে তুলে দেওয়া হয়, ওদের হাতে।

এছাড়াও বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অনুপ কুমার বিশ্বাস প্রত্যেক বি .এড. ছাত্র-ছাত্রীদের নিয়ে লেখা “নব নবীশ রত্ন” কবিতাটি বাঁধাই করে প্রত্যেকের হাতে তুলে দেন, এটা আসলে ভাবী কালের শিক্ষকদের স্তুতি উচ্চারণ।

সর্বশেষে ম্যাজিসিয়ান অনুপ কুমার বিশ্বাস উপভোগ্য যাদু প্রদর্শনী করেন। উল্লেখ্য, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাধব কুমার সিনহা ও শিক্ষিকা লাকী বৈরাগীর উপস্থাপনায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “কর্ণ কুন্তী সংবাদ” প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটির মঞ্চ পরিচালনা করেন শিক্ষক অমিত ব্যানার্জী।









