অনুষ্ঠিত হল মুকুলিকার রাখি বন্ধন উৎসব
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : মুকুলিকার নিজস্ব প্রাঙ্গণে বুধবার ২১ একুশে আগস্ট অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। প্রতিবছরের মতো সংস্থার ছোট ,বড় সকল সদস্য ,সদস্যা, অভিভাবক, অভিভাবিকা এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে, এই রাখি বন্ধন উৎসব সম্পন্ন হয়।
উপস্থিত ছিলেন ,বিশিষ্ট সাংবাদিক শ্রী নিরেশ ভৌমিক মহাশয় উপস্থিত ছিলেন সাংবাদিক পাঁচু গোপাল হাজরা মহাশয় এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী জীবন অধিকারী মহাশয় সহ আরো গুণী ব্যক্তি । অনুষ্ঠানে সংস্থার সদস্য সদস্যবৃন্দ সংগীত নৃত্য আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে ।
উপস্থিত অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন অনুষ্ঠানের শেষে সকলকে কাল ব্যাচ পরিয়ে বর্তমানে R G কর হাসপাতালে ঘটে যাওয়া ,ভয়াবহ দুর্ঘটনার প্রতিবাদ জানান সংস্থার সদস্যবৃন্দ।