অনুষ্ঠিত হল শ্রীপুর রূপায়ণের নাট্যোৎসব ২০২৪
নীরেশ ভৌমিক : গত ২রা মার্চ থেকে ৩রা মার্চ ইছাপুর হাই স্কুল (উ.মা)সংস্কৃতি মঞ্চে অনুষ্ঠিত হল শ্রীপুর রূপায়ণ নাট্যোৎসব ২০২৪।নাট্যোৎসবের উদ্বোধন করেন এই অঞ্চলের বিশেষ নাট্ট ব্যক্তিত্ব শ্রী অঞ্জন ঘোষ রায়। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইছাপুর ১নং অঞ্চল প্রধান শ্রী জয়দেব হাজরা, উপ প্রধান শ্রী কার্তিক চন্দ্র ঘোষ, ইছাপুর হাই স্কুল (উ.মা.)এর প্রধান শিক্ষক শ্রী অশোক পাল,গোবরডাঙ্গা সেবা ফার্মার্স এর গোবিন্দ মজুমদার, শ্রীপুর রূপায়ণের পৃষ্ঠপোষক শ্রী রণজিৎ কর্মকার, উপদেষ্টা মন্ডলীর সদস্য শ্রী মৃত্যুঞ্জয় ঘোষ, শ্রী গৌরদাস চক্রবর্তী।
প্রথম নাটক “শ্রেয়সী”উপস্থাপনা করে শ্রীপুর রূপায়ণের সহযোগিতায় ইছাপুর হাই স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ।দ্বিতীয় নাটক একক অভিনয়ের মাধ্যমে মঞ্চায়িত করেন শ্রীপুর রূপায়ণের সভাপতি শ্রী তরুণ গুহ , নাটক” সুবর্ণসততা।প্রথম দিনের শেষ নাটক উপস্থাপনা করে রাধানগর দর্পণ নাট্যগোষ্ঠী তাদের প্রযোজিত নাটক” চক্ষুদান “দ্বিতীয় দিনে শ্রীপুর রূপায়ণের রুপকার ও নাট্যশিক্ষাগুরু স্বর্গীয় অজয় গঙ্গোপাধ্যায়ের স্মরণ সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
এই অঞ্চলের তার গুণমুগ্ধ শিষ্য ও বন্ধু বান্ধবরা অজয় গঙ্গোপাধ্যায় সম্পর্কে জানা অজানা অনেক কথা সকলের সামনে তুলে ধরেছেন।তার পরিবারের হাতে শ্রদ্ধাঞ্জলি স্মারক তুলে দেওয়ার মাধ্যমে স্মরণ সভা শেষ হয়।স্মরণ সভা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রূপায়ণের উপদেষ্টা শ্রী দুলাল ভট্টাচার্য।দ্বিতীয় দিনে প্রথম নাটক শ্রীপুর রূপায়ণ উপস্থাপনা করে “মা দুর্গা এন্ড কোং “নির্দেশনা পতিত পাবণ ঘোষ।দ্বিতীয় নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে” তারাপ্রসন্নের কীর্তি “প্রযোজনা গোবরডাঙ্গা শিল্পায়ণ, নাটক ও নির্দেশনা শ্রী আশীষ চ্যাটার্জী।
উৎসবের শেষ নাটক জুয়েল এলিনের কাহিনী অবলম্বনে” শেষ কোথায় “প্রযোজনা গোবরডাঙ্গা নাট্যায়ণ,নাট্যরূপ ও সামগ্রিক ভাবনা শ্রী অরূপ কুমার দাঁ,নির্দেশনা নারায়ন বিশ্বাস।আয়োজোক সংস্থার সম্পাদক শ্রী অরূপ কুমার দাঁ বলেন এই মফঃস্বলের এই নাট্যোৎসব টিকিয়ে রাখা খুব কষ্টের তবুও বন্ধুবর প্রদীপ গুহ, তাপস ঘোষ, যাদব মন্ডল,সুকান্ত ঘোষ, নিতাই ভট্টাচার্য, তৎসহ বৃদ্ধ উপদেষ্টা মন্ডলীর সদস্যদের অক্লান্ত পরিশ্রম আমাদের সংস্থার অন্যান্য সদস্যদের সদর্থক ভাবনা এই অনুষ্ঠন টিকিয়ে রাখতে উদ্ধুদ্ধ করছে ।এই অঞ্চলের সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বজিয়ে রাখার জন্য শ্রীপুর রূপায়ণের লড়াই লড়তে হবে।