অনুষ্ঠিত হল সুর ছন্দ মিউজিক একাডেমীর পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : গত ১৩ ই জানুয়ারী ২০২৪ সুর ছন্দ মিউজিক একাডেমীর পঞ্চম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সকাল নটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন কবি ও সাহিত্যিক শ্রী লালমোহন বিশ্বাস ও একাডেমির কর্ণধার অধ্যাপক প্রভাষ মন্ডল মহাশয়।সকাল দশটায় শুরু হয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছড়ার গান ও বসে আঁকো প্রতিযোগিতা অনূর্ধ্ব ১৪ বছর। এরপর ১১টা থেকে শুরু হয় সর্বসাধারণ সারেগামাপা লোকসংগীত প্রতিযোগিতা।
প্রতিযোগিতা শেষে সূর্য মিউজিক একাডেমীর কুশীলবদের অনুষ্ঠান।সন্ধ্যা সাতটা থেকে বহিরাগত শিল্পী সমন্বয় অনুষ্ঠান বিশেষ দাগ কাটে যার গানের সুরে তিনি হলেন পবিত্র বিশ্বাস পুরোনো দিনের কালজয়ী গান দিয়ে শ্রোতাদের মন জয় করে নেয়। রাত আটটায় অলৌকিক নয় বিজ্ঞান পরিচালনায় প্রদীপ সরকার।অনুষ্ঠানের শেষের নিবেদন অনুরাধা চক্রবর্তীর পরিকল্পনায় আদিবাসী লোকনৃত্য এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান সমাপ্ত হয়।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান ১৪ই জানুয়ারি। সকাল ১০ টা থেকে শ্রীখোল প্রতিযোগিতা এতে অংশগ্রহণ করেন প্রায় কুড়ি জন প্রতিযোগী বিশেষ করে সাড়া ফেলে দেয় তাদের শ্রীখোল বাদনের মাধ্যমে। এরপর বিকেল তিনটে থেকে শুরু হয় সংগীতের কর্মশালা ও মিউজিক থেরাপির গুণাবলী শীর্ষক আলোচনা অংশগ্রহণে ড.শান্তনু তেওয়ারি পশ্চিম মেদিনীপুর ভট্টর কলেজ । এবং ডক্টর বাপ্পাদিত্য বনিক চুঁচুড়া।
এরপরে শুরু হয় সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সুর ছন্দ মিউজিক একাডেমির পক্ষ থেকে ২০২৪ এর লালন ফকির অ্যাওয়ার্ড দেওয়া হয় পাঁচ জন বিশিষ্ট জনকে। ডক্টর শান্তনু তেওয়ারি ভট্টর কলেজ। ডক্টর তন্ময় পাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কণ্ঠসঙ্গীত বিভাগ। এছাড়াও শ্রী রাজ বিজয় আচার্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। শ্রী পল্লব রায় চিত্রপরিচালক দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কারে পুরস্কৃত।
সান্ধ্যকালীন অনুষ্ঠান সুমন গোলদার এর সানাই বাদন, ইমন রাগের উপর ভিত্তি করে সন্ধ্যায় এক সাংকেতিক মহল তৈরি করে দেন তার সানায় বাঁধনের মাধ্যমে। এরপরে সংগীতে নজর কেড়ে নেয় উদীয়মান শিল্পী শ্রী শুভদীপ মৈত্র। সবশেষে অনুষ্ঠানে গান করে মাতিয়ে দেন স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতনামা শিল্পী নুর আলম ফকির। সবশেষ সুর ও ছন্দ মিউজিক একাডেমীর কর্ণধার অধ্যাপক প্রভাস মন্ডল অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।