জেলার খবরবিনোদন

অশোকনগরের ভারতী বালিকায় নাট্যকর্মীদের স্বচ্ছ ভারত অভিযান

নীরেশ ভৌমিক : অশোকনগরের ভারতী বালিকা বিদ্যালয় সম্প্রীতি শ্রীনগর হাবড়া নাট্যমিলন গোষ্ঠীর সদস্যরা স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করে। নাট্যকর্মীরা বিদ্যালয়ের প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করেন। নাট্য দলের পরিচালক দিলীপ ঘোষ সহ সংস্থার সদস্য অজয় সর্দার, আকাশ বণিক, মাধুরী ঘোষ, বিউটি সর্দার, মলয় বিশ্বাস, শ্রাবণী সর্দার ও বাপী দাস প্রমূখ নাট্যকর্মীগণ স্বতঃস্ফূর্তভাবে এদিনের সাফাই অভিযানে অংশ নেয়।

অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রীরাও।বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা ঝুমা চক্রবর্তী সহ সকল শিক্ষিকাগণ শ্রীনগর নাট্যমিলন গোষ্ঠীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। নাট্য সংস্থার কর্ণধার দিলীপবাবু বলেন, স্কুলের প্রধানা শিক্ষিকা শ্রীমতী চক্রবর্তীর আন্তরিক সহযোগিতায় আমরা অভিভূত।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের সহযোগিতায় ২০২৩-২৪ বর্ষের স্বচ্ছ ভারত অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে অতিশয় খুশি শ্রীনগর নাট্যমিলন গোষ্ঠীর নাট্যকর্মীগণ। প্রধানা শিক্ষিকা ঝুমা দেবী আগামী দিনে বিদ্যালয় এ ধরনের শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচী পালনের আগ্রহ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *