জেলার খবরবিনোদনশারদ

অশোকনগরের শহীদ সদনে বানিপুর সুন্দরম এর বার্ষিক নৃত্যানুষ্ঠান

নীরেশ ভৌমিক : হাবড়ার বানীপুর সুন্দরম ডান্স ইনস্টিটিউশনের বার্ষিক অনুষ্ঠান গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হলো অশোকনগরের শহীদ সদনে। এদিন সন্ধ্যায় প্রেক্ষাগৃহের আলোকোজ্জ্বল মঞ্চে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন

করে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার, ছিলেন বানীপুর বেসিক কাম মাল্টিপারপাস স্কুলের প্রধানা শিক্ষিকা নবনীতা সাহা প্রমূখ।

বিশিষ্ট ব্যক্তিগণ তাদের বক্তব্যে সুস্থ-সংস্কৃতি এবং নৃত্যচর্চা ও নৃত্য শৈলীর প্রসারে বানীপুর সুন্দরম এর প্রয়াসকে সাধুবাদ জানান। সুন্দরম এর কর্ণধার পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী সুজিত কর্মকার উপস্থিত সকলকে স্বাগত জানান।

এদিনের নৃত্যানুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সুন্দরম পরিবেশিত নৃত্যনাট্য ‘সর্বাস্ত্রধারিনী’। নৃত্যনাট্যটির কাহিনী ও শিল্পীদের নৃত্যশৈলী সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে। এছাড়াও এদিন সুন্দরম এর শিশু শিল্পী’গণ পরিবেশিত নৃত্যানুষ্ঠান ইচ্ছে ডানা এক কথায় অনবদ্য।

যা হলভটি দর্শক সাধারনের উচ্চসিত প্রশংসা লাভ করে। অনুষ্ঠানে লুনা পোদ্দার ও সুস্মিতা চ্যাটার্জীর কত্থক নৃত্যের অনুষ্ঠান সমবেত দর্শক মন্ডলীর মনের মনিকোঠায় স্থান করে নেয়।

অনুষ্ঠান শেষে আপামর দর্শক মন্ডলী আগামী দিনেও বাণীপুর সুন্দরম নৃত্য সংস্থার মন জয় করা শিল্পীদের নৃত্যশৈলী পুনরায় দেখার আশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *