অন্যান্য।জেলার খবর

অশোকনগরে চিত্রশিল্পীর অভিনব উদ্যোগ

নীরেশ ভৌমিক : নেতাজী সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে একটি অভিনব সাইকেলে চেপে অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকা পরিক্রমা করলেন সুপরিচিত চিত্রকর সুবীর সরকার। ছোটোদের সামনে নেতাজীর জীবনাদর্শ তুলে ধরলেন তিনি। সেই সঙ্গে সাধারণতন্ত্র দিবসের তাৎপর্যকেও তুলে ধরেন তিনি। পাশাপাশি, পড়ুয়াদের এনসিসিতে যোগ দেওয়ার ডাক দেন।

সাইকেলের সামনে নেতাজীর ছবি এবং জাতীয় পতাকা নিয়ে এদিন সকালে বেড়িয়ে পড়েন তিনি। অশোকনগর প্রেস ক্লাবের সামনে তার এই যাত্রার শুভ সূচনা করেন অশোকনগর থানার ওসি রাখহরি ঘোষ। চিত্রকর সুবীর সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান। এদিন সুবীরবাবুর দাবি করেন, এই সাইকেল সাধারণ সাইকেল নয়। বেশ বড়ো এবং আরামদায়ক সাইকেল। এই সাইকেলে বেশ আরামেই দীর্ঘ পথ পরিক্রমা সম্ভব।

তাঁর পরিকল্পনা ও একজন সাইকেল-মিস্ত্রির সহযোগিতায় দীর্ঘদিনের চেষ্টায় তৈরি করা হয়েছে। বছর পাঁচেক আগে এমন কিছু করবেন ভাবলেও বাস্তবে পারেননি তিনি। দীর্ঘ চেষ্টার পর এই বিশেষ দিনে পথে নামেন একসময়ের এনসিসি ক্যাডেট সুবীর। এনসিসি প্রশিক্ষণ নিয়ে দেশের কাজে যুক্ত হওয়ার জন্য নয়া প্রজন্মের কাছে আহ্বান জানান তিনি। বহু মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে তার এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *