আইনজীবী লিটল মৈত্রের উদ্যোগে বস্ত্রদান ও সংগীতানুষ্ঠান ঠাকুরনগরে
নীরেশ ভৌমিক : বিগত বছগুলির মত এবারও কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী লিটন মৈত্রের উদ্যোগে ধনলক্ষী পাগলচাঁদ মিশনের ব্যবস্থাপনায় এলাকার হাজার খানেক অসহায় দরিদ্র মানুষজনের হাতে শাড়ি-কাপড়, মশারি, কম্বল, চাদর ও ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
গত ১৯ অক্টোবর ঠাকুরনগর রেল স্টেশন পার্শ্ববর্তী খেলার মাঠে অনুষ্ঠিত বস্ত্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে উদ্যোক্তারা স্টেশন ও বাজারের মোটবাহক (কুলি) ও সাফাই কর্মীদের পুষ্পস্তবক, উত্তরীয় ও শীতবস্ত্র এবং মিষ্টি প্রদানে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।
অন্যতম উদ্যোক্তা এডভোকেট লিটন বাবু গোঁসাইরাম বৈদ্যের হাতে মিষ্টি তুলে দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ধনলক্ষ্মী মিশনের সভাপতি সুবীর মিত্র, সম্পাদক সুনীল বিশ্বাস, বিশিষ্ট সমাজকর্মী উপানন্দ মন্ডল,
ছিলেন কানুলাল রায়, সমীর মন্ডল, সোমা রায় এবং লিটন বাবুর সহধর্মিনী সঞ্চিতা মৈত্র। শ্রীমতি মৈত্রও এদিন অসহায় দরিদ্র ও প্রতিবন্ধী মানুষজনের হাতে দান সামগ্রী তুলে দেন।
মিশনের সদস্য স্বেচ্ছাসেবক’গণ দীর্ঘ লাইনে দাঁড়ানো দুস্থ মানুষজনের হাতে সুশৃংখল ভাবে শাড়ি, মশারি, স্কুল ব্যাগ, শীতবস্ত্র, চাদর ও কম্বল তুলে দেন।
সকলের হাতে মিষ্টি ও লাড্ডু তুলে দেওয়া হয়। শারদ ও দীপাবলি উৎসব উপলক্ষে বিভিন্ন দান সামগ্রী পেয়ে অতিশয় খুশি দরিদ্র মানুষজন।
বস্ত্রদান শেষে সন্ধ্যার সন্ধিক্ষণে খেলার মাঠের অস্থায়ী আলোকোজ্জ্বল মঞ্চে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠানে প্রখ্যাত বাউল শিল্পী গঙ্গাধর ও তুলিকার গাওয়া সঙ্গীতানুষ্ঠান সমবেত মানুষজনের উচ্চসিত প্রশংসা লাভ করে।
বিশিষ্ট সমাজকর্মী ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য নিখিল বিশ্বাস ও লিটন মৈত্রের আন্তরিক প্রয়াস এবং পরিচালনায় এদিনের সমগ্র কর্মসূচী সার্থকতা লাভ করে।