জেলার খবর

আকাঙ্ক্ষার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন

দীপাঙ্ক দেবনাথঃ অতীত থেকে বর্তমান সবুজের অভিযান এই স্লোগান কে মাথায় রেখে গত ৫ই জুন থেকে শুরু করে ৬ই জুন পর্যন্ত গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশ্ব পরিবেশ দিবস। খাঁটুরা চণ্ডীতলায় সংস্থার সামনে থেকে সাইকেল অভিযানের মধ্য দিয়ে ৫ই জুন গোবরডাঙ্গার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ ও পথ চলতি মানুষদের হাতে ৩০টি চারা গাছ তুলে দেওয়া হয়।

পরিবেশ সচেতন করতে বার্তা দেওয়া হয়। সারা দেশজুড়ে যে ভাবে গাছ কাটা চলছে হয়তো একদিন গাছহীন হয়ে উঠবে গোটা সমাজ। এই ঘটনা কে মাথায় রেখে গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার শিল্পী দের উদ্যোগে প্রায় ২০ টি বৃক্ষ রোপন করা হয় চণ্ডীতলা সংলগ্ন রাস্তায় এবং সেই গাছের সঙ্গে একটি করে সচেতন মূলক বার্তা ও লিখে দেওয়া হয়েছে।

তাঁরা যেমন ভাবে তাঁদের বাড়িতে একটি গাছ কে বাঁচিয়ে তোলে তেমন ভাবেই ৩৬৫ দিন যত্ন করে এই গাছ গুলিকে বাড়িয়ে তুলবে ছোটোরা। দলের সম্পাদিকা তনুশ্রী দেবনাথ (দত্ত) জানান আমাদের এক দিন পরিবেশের কথা ভাবলে চলবে না সারা বছর আমাদের পরিবেশের কথা মাথায় রাখতে হবে।

গত ২ বছর ধরে দলের জন্মদিনে এবং আমাদের দলের সকল সদস্য, সদস্যা দের জন্মদিনে ২ করে গাছপোতা এবং ৩ টি করে গাছ বিতরণ করা হয়। এই গাছ গুলিকে উপযুক্ত জল, সার এমন কি পোকা মারার ওষুধ দিয়েও স্প্রে করে বাঁচিয়ে রাখা হয়। এই উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *