আকাঙ্ক্ষার বসন্ত উৎসব এবার রাজস্থানের আলওয়ারে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, সম্প্রতি হয়ে গেল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা আয়োজিত বসন্ত উৎসব। রাজস্থানের আলওয়ারের আরাবল্লী পর্বতের পাদদেশে পালিত হলো বসন্ত উৎসব।

এই উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে রংপুর থিয়েটার গ্রুপ এবং সাথে ছিল রাজস্থান রং সংস্কার থিয়েটার গ্রুপ । পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং বাংলাদেশের শিল্পীরা ধর্ম বর্ণ নির্বিশেষে গানে নাচের মধ্যে দিয়ে পালন করে এই উৎসব ।

এই বন্ধন সম্প্রীতির বন্ধন । আবৃত্তি পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আকাঙ্ক্ষার শিল্পী রুমা সাহা মহাশয়া । এছাড়াও ছিল রবীন্দ্র নৃত্য এবং বসন্তের সমারহ।বাংলাদেশের বিখ্যাত বেতার শিল্পী মোকসুদার মহম্মদ মুকুল বলেন, আকাঙ্ক্ষার ক্ষুদে শিল্পীদের এই কর্মযজ্ঞ কে সাধুবাদ জানাই।

রং সংস্কার থিয়েটার গ্রুপের সদস্যা, অভিনেত্রী এবং পরিচালক মোনালিসা দাস জানান , ছোট ছোট শিল্পীরা তাদের উদ্যোগে রাজস্থানের পরিবেশে যে রঙের উৎসব পালন করল তা সত্যিই অনবদ্য। শিল্পীদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই ।








