আকাঙ্ক্ষার মুকুটে জুড়লো নতুন পালক
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, গত ৩১ শে ডিসেম্বর বছরের শেষ দিনে অনুষ্ঠিত হলো ন্যাজাট ভাবনা আয়োজিত নাট্যমেলা এবং নাট্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নেয় পশ্চিমবঙ্গের নানা প্রান্তের নানা দল। ছোটদের এক দিনের এই নাট্য প্রতিযোগিতায় ছিল ছয়টি দলের ছয়টি নাটক। প্রতিযোগিতায় উপস্থিত ছিল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা। গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার পরিচালক দীপাঙ্ক দেবনাথ পরিচালিত নাটক ” হারজিত ” সফলতার সাথে মঞ্চস্থ করে ১৪ জন শিশু শিল্পী। নাটকের শহর গোবরডাঙ্গার এই সংস্কৃতির ধারাকে বজায় রেখে আকাঙ্ক্ষা ভাবনা আয়োজিত নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। এ ছাড়াও আকাঙ্ক্ষার মুকুটে জুড়লো আরো তিন পালক। শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হল জয়ন্ত মন্ডল, শ্রেষ্ঠ সহ অভিনেতা বৈভব মন্ডল এবং শ্রেষ্ঠ নির্দেশক দীপাঙ্ক দেবনাথ। বিচারকের আসনে উপস্থিত ছিলেন দীপক নায়েক, অমল কুমার পাল এবং সুদীপ্ত সাহা।
বিচারক দীপক নায়েক জানান, ” গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার শিশুদের অসাধারণ নাট্য উপস্থাপনা, দলগত অভিনয় এবং বর্তমান পরিস্থিতিকে এক অন্য স্বাদে তারা আমাদের সামনে তুলে ধরেছেন। এমন ভাবেই শিশুরা এগিয়ে চলুক। বিচারক অমল কুমার পাল বলেন, শিশুদের একসাথে কাজ করার প্রবণতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার তরুণ পরিচালক এবং সহকর্মীদের উদ্যোগে এতগুলি শিশুকে একসাথে এক ছাদের তলায় এনে তারা কাজ করে চলেছে। তাদের এই মহৎ উদ্যোগকে আমি কুর্নিশ জানাই। বিচারক সুদীপ্ত সাহা বলেন, আমি আপ্লুত সম্পূর্ণ প্রযোজনায় অভিনয়, আবহ, আলোক সজ্জা এবং আলোক প্রেক্ষাপটে ছিল অনুর্ধ ১৪ থেকে ১৫ বছর বয়সী সমস্ত ছোট ছোট শিল্পীরাই। পরিচালক মহাশয়ের সর্বাঙ্গীণ ভাবনা এবং শিশুদের কোন বিষয়কে সম্পূর্ণ পরিচালনা করার ক্ষমতা তৈরি করছে গোবরডাঙ্গার “আকাঙ্ক্ষা”। অভিনয়ে ছিল জয়ন্ত, বৈভব, রাজপ্রিয়, সম্প্রীত, শ্রেয়া, শুভদীপ, কেয়া, ত্রিদীপ, গৌরব, বিজয়, রাজা, সৌম্যদীপ্ত, মণিদীপা প্রমূখ। মঞ্চসজ্জা, আলোক পরিকল্পনা ও প্রেক্ষাপন সুজয় পাল। রূপসজ্জায় ত্রিদীপ চক্রবর্তী, পোশাক পরিকল্পনায় সংস্থার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ (দত্ত), আবহ লক্ষণ বিশ্বাস ও শিলা মন্ডল। আকাঙ্ক্ষার রসাত্মক ও শিক্ষণীয় নাটক ‘হারজিত’ দর্শক মন্ডলী, নাট্য ব্যক্তিত্ব ও বিচারকদের থেকে বিশেষ ভাবে প্রশংসা পেয়েছে।