রাজ্য

আগামী ১৫ই নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের সকল স্কুল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :  শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা আগামী ১৫ই নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের সকল স্কুল কলেজ। উক্ত বৈঠকেই তিনি মুখ্যসচিবকে বলেন, পুজোর মরশুম শেষ হলেই সকল স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য। অবশ্য এই প্রস্তুতির জন্য কিছু সময় দেওয়ারও কথা বলেছেন তিনি। অতিমারীর কারনে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলো প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকার কারণে পরিকাঠামোগত কিছু সমস্যা তৈরি হচ্ছিল। সে সব সমস্যা কাটিয়ে নিয়ে দ্রুত স্কুল কলেজ খোলার কথা বলেন তিনি। এই মূহুর্তে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় স্কুল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *