আন্তর্জাতিক নারী দিবস ও বসন্ত উৎসব পালন করলো দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, প্রত্যেক বছরের মতো এবছরও দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে ১৯ শে মার্চ পালিত হল আন্তর্জাতিক নারী দিবস একই সাথে এ বছরের বসন্ত উৎসবও ওই দিনই তারা পালন করেন, এবছর এই অনুষ্ঠানটি আয়োজিত হল ‘দৃষ্টি’র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র ‘শিল্পশালা’য়।
নিতান্তই স্বল্প আয়োজন ও অল্প পরিসরে অনুষ্ঠান টি শুরু হলেও “দৃষ্টির” ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণ ও গুণীজন সমাগমে অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা পায়, শিশু শিল্পীদের পাশাপাশি উপস্থিত অনেকেই নৃত্য, সংগীত এবং নারী দিবসের তাৎপর্য বিষয়ে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানটির একটি প্রধান আকর্ষন ছিল দৃষ্টির কনিষ্ঠ সদস্যদের দ্বারা নিবেদিত “ঋতুরঙ্গম”, ছয়টি ঋতু মানব জীবনের ছয়টি পর্যায়ের সাথে কিভাবে সম্পৃক্ত তারই একটি দৃশ্যায়ন হল এই বিশেষ নিবেদনটি।
পশ্চিমবঙ্গের মফস্বল অঞ্চলের নাট্যদল গুলির মধ্যে দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা যথেষ্ট সুনামের সঙ্গে তাদের নাট্য চর্চা চালিয়ে নিয়ে যাচ্ছে দীর্ঘ প্রায় ৩২ বছর ধরে। অনুষ্ঠানের শেষে দৃষ্টির কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য আগামী দিনের কর্মসূচী ঘোষণা করেন যার মধ্যে আগামী ২৭ শে মার্চ থিয়েটার দিবস পালন অন্যতম। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রত্যেকের জন্যই সামান্য জলযোগের ব্যাবস্থাও করা হয়।