আবারও চোরা পথে আসা বাংলাদেশি নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হল বাগদার চার যুবক
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : মোটা টাকার বিনিময়ে চোরাপথে বাগদার সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করা তিন বাংলাদেশী নাবালিকা শিকার হলো গনধর্ষনের। গত শুক্রবার রাতে কাজের সন্ধানে দালালের মাধ্যমে চোরাপথে ভারতের রনঘাট গ্রামে এসেছিল বাংলাদেশের তিন নাবালিকা। শনিবার সকালে ভারতীয় দালাল সনোজ বৈরাগী, প্রমথ মণ্ডল, হিরো দাস ও প্রদীপ বিশ্বাস উক্ত নাবালিকাদের তাদের কাজের স্থলে পাঠানোর অজুহাতে বাগদার মন-টুপলা এলাকায় নিয়ে যায়। রাতে তাদের একজনকে একটা পোল্ট্রি ফার্মের ভিতর নিয়ে গনধর্ষন করে বলে অভিযোগ। ওই সময়ে বাকি দুই নাবালিকা পালিয়ে যায় এবং তাদের সন্বলিত আর্তচিৎকারে আশ পাশের লোকজন এসে মদ্যপ দু’জন ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে পুলিশে সোপর্দ্দ করে। পরে পুলিশ তাদের জবানবন্দি অনুসারে আরো দুই ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়। ধর্ষিতা নাবালিকার অভিযোগের ভিত্তিতে মোট চার অভিযুক্তকে গ্রেপ্তার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।