আবারও পথ দুর্ঘটনায় প্রান গেল এক ব্যাক্তির এবং গুরুতর আহত দুই বাগদায়
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ইঞ্জিন ভ্যান বাইকের মখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই। ঘটনাটি ঘটেছে বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের আকন্দোতলায়। জানা গেছে, মৃত ব্যাক্তির নাম আকাশ বিশ্বাস(৩০) তার বাড়ি বাগদার পারমাদনে। আহত ব্যাক্তিদ্বয়ের নাম যথাক্রমে অর্পন বিশ্বাস ও গৌরাঙ্গ বিশ্বাস। তাদের বাড়ি বাগদার আকন্দোতলা গ্রামে ও নদীয়া জেলার মাজদিয়াতে।
ইঞ্জিন ভ্যানটি দত্তফুলিয়া রোড ধরে দ্রুতগতিতে হেলেঞ্চার দিকে এগুচ্ছিল এবং তিন আরোহী নিয়ে বাইকটি দ্রুতগতিতে দত্তফুলিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় আকন্দোতলার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ইঞ্জিন ভ্যানের চালক পালিয়ে যায়। স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের চিকৎসার জন্য দ্রুত বনগাঁ হাসপাতালে পাঠানোর ব্যাহস্থা করেন। খবর পয়ে পুলিশ আসে ঘটনাস্থলে তারা বাইক এবং ইঞ্জিন ভ্যানটি থানায় নিয়ে যায়।