রাজ্য

আবারও বাগদা ব্লকের রণঘাট সীমান্তে ধরা পড়লো ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের পোনা উৎপাদন যোগ্য ১৬ প্যাকেট বেআইনি চোরাচালান হওয়া মাছের ডিম

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :  আবারও বাগদা ব্লকের রণঘাট সীমান্তে ধরা পড়লো ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের পোনা উৎপাদন যোগ্য ১৬ প্যাকেট বেআইনি চোরাচালান হওয়া মাছের ডিম সহ ২ লক্ষ টাকা মুল্যের একটা এলপিজি অটো নং WB 25 F 9128 । জানা গেছে আজ বিএসএফের ৬৮ ব্যাটলিয়নের ভিজিল্যান্স-জি এর দায়িত্ব প্রাপ্ত অফিসার উদয় রায়ের তৎপরতায় সীমান্ত সংলগ্ন আউলডাঙা বানেশ্বরপুর রোড থেকে এই বেআইনি চোরাচালানী মাল জব্দ হয়। এক বিশেষ সংবাদের ভিত্তিতে বিএসএফের টহল দল সন্দেহ জনক অটোটির দিকে ছুটে এসে থামতে চ্যালেঞ্জ জানায়৷ তখনই সন্দেহ ভাজন এক জন চোরাচালানী ধরা পড়ার ভয়ে টহল দলের সদস্যরা পৌঁছানোর আগেই অটো থেকে নেমে দ্রুত পালিয়ে যায়৷ বিএসএফের টহল দল তার পিছু পিছু ধাওয়া করেও অন্ধকারের মধ্যে ঘন গাছপালা থাকার কারনে তাকে ধরাতে ব্যর্থ হয়। আজকের জব্দকৃত মালামাল বিএসএফদের আনুষ্ঠানিকতা শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *