রাজ্যসর্ম্বধনা

রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হল,ঝাউডাঙ্গা সম্মিলনী হাই স্কুলে

নীরেশ ভৌমিক : সারা সপ্তাহ ব্যাপী (২২শে জানুয়ারি ২০২৪ থেকে ২৭ শে জানুয়ারি ২০২৪) ঝাউডাঙ্গা সম্মিলনী হাই স্কুল (উঃ মাঃ) অনুষ্ঠিত হয়ে গেল রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহ ২০২৪ , ফুড ফেস্টিভ্যাল ,বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতা, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সাড়ম্বরে উদযাপিত হলো। বিভিন্ন অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। চোখে পড়ার মতো ছিল ছাত্র ছাত্রীদের উপস্থিতি ও তাদের শৃঙ্খলাবোধ। ছাত্র ছাত্রীরা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সাড়ম্বরে উদযাপিত করে ২৭ শে জানুয়ারি ২০২৪ ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালিরঞ্জন রায় মহাশয় বলেন আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে চলার চেষ্টা করে। তার ফলস্বরূপ সারা সপ্তাহ ব্যাপী বিভিন্ন দিনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনগুলো উদযাপিত হয়েছে।

উনি বলেন ২২ শে জানুয়ারি খাদ্যে কি কি ভেজাল দেওয়া হয় তার উপর কিছু পরীক্ষা করা হয় এবং ছাত্র ছাত্রীদের সচেতন করা হয় ভেজাল খাবার থেকে দূরে থাকতে। এছাড়া বিভিন্ন দিনে কি কি কর্মসূচি পালন করা হয়েছে তার বিস্তারিত বলেন।

এই প্রসঙ্গে বলতে গিয়ে আবেগের সঙ্গে জানালেন ২০১৯ সালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব ভার গ্রহণ করার পর বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের উপর জোর দিয়ে বহু কাজ করেছেন। উল্লেখযোগ্য হলো ছেলে মেয়েদের নিরাপত্তার স্বার্থে CC TV লাগানো, সমস্ত বিল্ডিং গ্রীল দিয়ে ঘেরা, আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করা। কিন্তু এই কাজ করতে প্রচুর অর্থের প্রোয়োজন।

এই অর্থের যোগান একটি অন্যতম মাথা ব্যাথার কারণ। সরকার RTE 2009 অনুসারে ২৪০ টাকা নেওয়ার কথা বলেছেন তার দিয়ে বিদ্যালয়ের সার্বিক পরিসেবা দেওয়া অসম্ভব। অধিকাংশ অভিভাবক অতিরিক্ত অর্থ দেওয়ার কথা বলেন কিন্তু দু একজন অভিভাবকের বদান্যতায় শিক্ষা দপ্তরের বাঁধার সম্মুখীন হতে হচ্ছে। যা বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *