রাজনৈতিক দলের খবর।

আর প্রতিশ্রুতি নয়, জেলা পরিষদের সদস্যের সদিচ্ছায় পিস রাস্তা পাচ্ছে পাটকেলগাছা গ্রাম

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ইয়াদ আলী মন্ডল : বাগদা, বাগদা গ্রাম পঞ্চায়েতের পাটকেলগাছা গ্রামে গত কাল শুভ উদ্বোধন হল গ্রামের প্রায় ৩ হাজার মানুষের বহু প্রতিক্ষিত পাটকেলগাছা থেকে ট্রাংকিপাড়া পর্যন্ত পিস রাস্তা নির্মাণের কাজ। জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহার উদ্যোগে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা তৈরী করা হবে বলে জানা গেছে। গত ১৬ই জানুয়ারী পাটকেলগাছা গ্রামে ফিতে কেটে রাস্তাটির শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা।

উক্ত রাস্তা উদ্বোধন কালে পরিতোষ বাবুর সঙ্গে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদার পঞ্চায়েত প্রধান অঞ্জলি রায়, পঞ্চায়েত সদস্য সঞ্জিত সর্দার, অমূল্য হালদার, দুলাল পাল, বৈশাখী মাঝি, বিষ্ণু পদ বিশ্বাস, মোহন দেবনাথ, সুবাদ মন্ডল, তুহিন মন্ডল প্রমুখ। গ্রামবাসীরা জানিয়েছেন, ভোট যায় ভোট আসে কিন্তু হয়না এই রাস্তা, এতকাল তারা পেয়েছে শুধুই গাল ভরা প্রতিশ্রুতি।

রাস্তাটি এতদিন ধরে ছিল গর্তগেড়েই ভরা, যানবাহন চলাচলের অযোগ্য। এবার সেই রাস্তা একেবারে পিচের হবে, সেকারনে এলাকার মানুষ চাঁদা তুলে যেন উৎসবের আমেজে অতিথি বরন থেকে শুরু করে মিষ্টি মুখের মধ্য দিয়ে লাউডস্পিকারে স্বানন্দে এদিন উদ্বোধনী অনুষ্ঠান করেন। এই পিস রাস্তা পাটকেলগাছা গ্রামের প্রায় ১৫০০(দেড় হাজার) ভোটারের প্রত্যশা পূরন করবে বলে দাবী গ্রামবাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *