সমাজ কল্যান মূলক সংগঠন ‘আলোর দিশারীর’ মধ্যাহ্নভোজ,বস্ত্রদান সহ ১৪০ জন দুঃস্থ,গরীব ও অসহায় মানুষের এক দিনের আনন্দ দান উৎসব
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বছর ঘুরে আবার এলো সেই দিন, যে দিনটার জন্য অধীর আগ্রহে দিন গুনতে থাকে বাগদা ব্লকের অন্যতম সমাজ কল্যান মূলক সংগঠন ‘আলোর দিশারী’। বিগত ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ধারাবাহিক ভাবে কালীতীর্থ হেলেঞ্চায় এলেকার শতাধিক দুঃস্থ, গরীব ও অসহায় মানুষ জনদের কালী পূজোর পরের যে কোন
দিন সন্মানীয় অতিথিজ্ঞানে সাধ্যনুযায়ী আপ্যায়ন, দান ও ই-রিক্সায় চড়িয়ে কালীতীর্থ হেলেঞ্চার বড় বড় প্যান্ডেল ও প্রতিমা দেখানোর ব্যাবস্থা করে আসছেন হেলেঞ্চার এই সমাজ কল্যান মূলক সংগঠন ‘আলোর দিশারী’। জানা গেছে এ বছরেরও প্রতিবছরের দীপাবলি উৎসবের ন্যায় সংগঠনটি ১৪০ জন দুঃস্থ, গরীব ও অসহায় মানুষজনকে প্রথমে ভক্তি সহকারে কফি ও বিস্কুট দিয়ে আপ্যায়ন,
ডাঃ রনদা বিশ্বাস এবং ডাঃ সন্দীপ ঘোষের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ ও ব্লাড সুগার নির্ণয়, অভিজ্ঞ ডাক্তারবাবু দ্বারা দাঁতের চিকিৎসা ও পরামর্শ প্রদান, মধ্যাহ্ন ভোজে মাংস ভাত, চাটনী মিষ্টি ইত্যাদি দিয়ে যাচায় ভাবে লাঞ্চের ব্যাবস্থা, তারপর ই-রিক্সায় চড়িয়ে ঘুরে ঘুরে কালীতীর্থ হেলেঞ্চার সকল প্যান্ডেল ও প্রতিমা দেখানোর ব্যাবস্থা শেষে প্রত্যেককে নতুন বস্ত্র প্রদান করে সংগঠনটি।
এর পরেও সংগঠনটির আয়োজনের তালিকায় ছিল জলছত্র, হেলেঞ্চা ত্রিকোণ পার্কে এসকল বৃদ্ধ বৃদ্ধাদের দিয়ে ৫০টি মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন করানো হয। শব্দহীন আতশবাজীর রোসনাই প্রদর্শন। সর্বশেষে বাগদা ব্লকের অন্যতম সমাজ কল্যান মূলক সংগঠন ‘আলোর দিশারী’এর আয়োজনে ছিল ব্যাবহারের উপযোগী পুরনো বস্ত্রের ষ্টল, এখান থেকে যার যেটা প্রয়োজন নেয়ার এবং নিজের বাড়িতে পড়ে থাকা ব্যাবহারের উপযোগী পুরনো বস্ত্র জমা দেওয়াও ব্যাবস্থা ছিল।
সমগ্র অনুষ্ঠানটি যে সকল বিশিষ্ঠ ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সমৃদ্ধ হয়, তাদের মধ্যে ছিলেন, ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের রাজ্য কমিটির সদস্য স্বপন মন্ডল, হেলেঞ্চা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক রঞ্জিত কুমার রায়, শিক্ষক প্রদ্যুৎ সরকার, ভূমি ও রাজস্ব বিভাগের আধিকারিক অপূর্ব অধিকারী, সাংবাদিক উত্তম কুমার সাহা।
এ ছাড়াও জনপ্রিয় সমাজ কল্যান মূলক সংগঠন আলোর দিশারী ২০০৮ সাল থেকে প্রতিনিয়ত সারা বছর ধরে বিভিন্ন ভাবে সমাজ সেবার কাজ করার পাশাপাশি যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের সমগ্র অনুষ্ঠানটি সর্ব্বাঙ্গীন সুন্দর ও এলেকার জনমানুষের প্রশংসা কুড়ায় তাদের মধ্যে ছিলেন, উক্ত সংগঠনটির সম্পাদক সুজল বৈদ্য, আকাশ বালা, নীতিশ মিস্ত্রি, সুদীপ বিশ্বাস, সত্যজিৎ বালা, সাধন সরকার, প্রিয়া বিশ্বাস, বিনা হীরা, রনিতা রায়, শক্তি দেবনাথ প্রমূখ।