জেলার খবরবিনোদন

আলো নাট্য মেলা ২০২৩ অনুষ্ঠিত গাইঘাটায়

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গাইঘাটা বাগনা আলো নাট্য সংস্থা এবছর চতুর্থ বর্ষ নাট্য মেলার আয়োজন করেছিল এটি তিনটি পর্যায়ে হল প্রথম পর্ব সেমিনার গত ১৫ই মার্চ ইছাপুর হাইস্কুলে অনুষ্ঠিত হল বিষয় ছিল শিশু দের মনের বিকাশে থিয়েটারের ভূমিকা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রদীপ রায়চৌধুরী , পশ্চিমবঙ্গ নাট্য অ্যকাডেমির সদস্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডঃ দানী কর্মকার, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নাট্যকার অধ্যাপক ডঃ অপূর্ব দে, বিশিষ্ট প্রধান শিক্ষক অশোক পাল প্রায় শতাধিক ছেলেমেয়ে এই সেমিনারে অংশগ্রহণ করেছে, দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় জলেশ্বর প্রাইমারী স্কুলে ২৪শে মার্চ ওই

নাট্যমেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রদীপ রায়চৌধুরী , বাংলাদেশ নাট্যগবেষক কামরুল হাসান খান এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শঙ্কর নন্দী , ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সঞ্চিতা মন্ডল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা সকলের হাতে স্মারক পুস্প ,মিষ্টি তুলে দেওয়া হয় দলের পক্ষ থেকে ওখানে তিনটি প্রযোজনা মঞ্চস্থ হয় নৃত্যনাট্য বসন্ত জাগ্ৰত দ্বারে প্রযোজনা জলেশ্বর এফ পি, ঠাকুর নগর থিয়েট্টিকস এর মাইম, আলো নাট্য সংস্থা নিজস্ব প্রযোজনা

লজ্জা নেই দর্শক সমাগম ‌ছিল চোখে পড়ার মতো তৃতীয় পর্ব হল বাগনায় আলো বৈদিক মঞ্চে ২৯ থেকে ৩১শে মার্চ তিনদিন ধরে প্রথম দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন উদয় কুমার দাস সংস্কার ভারতী,জলেশ্বর ১নং অঞ্চল প্রধান মৌসুমী সাহা , বিশিষ্ট সমাজসেবী তাপস সাহা, জলেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন দাস বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শুভাশিস রায় চৌধুরী সকলে প্রদীপ প্রজ্জলনের ও গাছে জল দিয়ে অনুষ্ঠানে র শুভ সূচনা করেন সন্ধ্যা ৬টায় গোবরডাঙা খাঁটুরা চিত্তপট নাটক ষোলো পাতা নির্দেশনা শুভাশিস রায় চৌধুরী মঞ্চস্থ হয়,

সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্টির নাটক জন্মদিনে নির্দেশনা দিলীপ ঘোষ, দ্বিতীয় দিনে ব্যারাকপুর বিসর্গ নাটক কৌটো নির্দেশনা দ্বিপায়ন ,আলো নাট্য সংস্থা প্রযোজিত নাটক বসুষেন নির্দেশনা জয়ন্ত চক্রবর্তী, লোকগানের আসর শিল্পী ছিলেন অনিতা চক্রবর্তী, কোয়েল চক্রবর্তী,অনুশ্রী চক্রবর্তী, তৃতীয় দিনে আলোর নতুন প্রযোজনা স্বপ্ন মঞ্চস্থ হয় নির্দেশনা জয়ন্ত চক্রবর্তী এছাড়াও ২৯শে মার্চ অঙ্কন প্রতিযোগীতা ছিল বিষয় ছিল স্বাধীনতার ৭৫তম বর্ষ উদ্ যাপন ৩০শে মার্চ নৃত্য প্রতিযোগীতা সবমিলিয়ে পাঁচ দিনের আলো নাট্য মেলা সহায়তা সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *