ইফকোর উদ্যোগে আমডাঙায় খুচরো সার ব্যবসায়ীদের সভা
নীরেশ ভৌমিক : ৩১ অক্টোবর উত্তর ২৪ পরগণা জেলার আমডাঙা ব্লকের বেলুতে দেশের বৃহত্তম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স- ফার্টিলাইজার (ইফকো) এর উদ্যোগে স্থানীয় ঘুচরো সার ব্যবসায়ীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪০ জন খুচরো সার ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
ইফকোর জেলার ফিল্ড ম্যানেজার ও বিশিষ্ট সার বিশেষজ্ঞ রীতেশ ঝা ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সার ” ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। সেই সঙ্গে ইফকোর সাগরিকা, বায়ো ফার্টিলাইজার,
প্রাকৃতিক পটাশ ইত্যাদি সার জমি ও ফসলে ব্যবহারের সুফল, উপস্থিত সার ব্যবসায়ীদের সামনে তুলে ধরেন এবং সেই সঙ্গে কোন এলেকার কৃষকদেরকে ইফকোর এই সমস্ত সার ব্যবহারে ফলে ভালো সুফল মিলবে এবং ভালো ফসল ফলবে তা ক্রেতা কৃষকদেরকে জানানোর পরামর্শ দেন।